বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
আমার খুব ভাল লাগছে যে, আমরা সবাই শাশ্বতর ব্যাপারে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। যদি শাশ্বত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসে তবেই তো আমাদের স্বার্থকতা। আমরা আর কিছুই চাই না, আমরা চাই শাশ্বত সুস্থ্য হোক, সৃষ্টিকর্তা ওকে সুস্থ্য করে তুলুক। আমাদের এই উদ্বোগ অবশ্যই খুবই ক্ষুদ্র, তবুও এই ক্ষুদ্র উদ্বোগ নিয়ে শাশ্বতর পাশে গিয়ে দাঁড়াতে চাই।
আর সেটার কৃতিত্ব আপনারা যারা এগিয়ে এসেছেন, আসছেন বা আসবেন।
আমরা দেশ বিদেশ থেকে বিপুল সাড়া পাচ্ছি।
সবাইকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
আমি এপর্যন্ত (তারিখ ৭ই জুন বেলা ১টা) যত কালেকশন হয়েছে তার একটা ছোট্ট ফিরিস্তি দিচ্ছি। পরে নির্দিষ্ট সময় পর পর আপডেট করে আপনাদের জানিয়ে দেয়া হবে।
১। গতকাল (৬ই জুন) পাবলিক লাইব্রেরীতে উপস্থিত ব্লগারদের তাৎক্ষণিক সহযোগিতার পরিমাণ : ৯ হাজার টাকা
২। আজকে ব্যাংক চেক করে এবং মেইল চেক করে ৫,০০০ + ৬,৫৯৩.৪৭ = ১১,৫৯৩.৪৭ টাকা
(দুজনের একজন নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেছেন। এবং দ্বিতীয় জন এর কাছে ফিরতি মেইলে নাম প্রকাশের অনুমতি চেয়েছি। অনুমতি প্রদান সাপেক্ষে জানিয়ে দেব।
)
৩। ক) চিটাগং থেকে আমাদের একজন ব্লগ বান্ধু (নাম প্রকাশে অনিচ্ছুক) এস এ পরিবহনে ঢাকায় আমার কাছে ২০০০ টাকা পাঠিয়েছেন।
খ) আমাদের একজন ব্লগ বন্ধু "নাজ" তার স্কলারশীপের টাকা থেকে ৬০০০ টাকা দিয়েছেন ফান্ডে। আমরা অবনত মস্তকে তার কাছে কৃতজ্ঞ।
গ) কিছু ব্লগ বন্ধুদের দেয়া ১০০০ টাকা কালপুরুষদার কাছে জমা আছে।
তাদেরকে ধন্যবাদ।
৪। দেশের বাহির থেকে সু-শান্তের একাউন্টে জমা হয়েছে ৩৮২২০/= টাকা হবে প্রায় (ওটা ফ্যাকচুয়েট করতে পারে কারণ জমা হচ্ছে ইউএসডি তে)
টোটাল হিসাব করলে দাঁড়ায় প্রায়, ৬৭৮১৩.৪৭ টাকা।
ভাল থাকুন সব্বাই ...
দোয়া করুন শ্বাশ্বতর জন্য
সাহায্য করুন শ্বাশ্বতকে
(পোষ্টে ত্রুটি মার্জনীয়)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।