আমাদের কথা খুঁজে নিন

   

মার্ক অসবর্নের স্বল্পদৈর্ঘ্য এনিমেশন

আমি ঘুম পান করি

আশেপাশে ক্রমশ বিবির্ণ হয়ে যেতে বসা এমন একটা বিশ্ব কল্পনা করুন, যেঝানে প্রত্যেকদিন সবাই বেঁচে থাকে নির্জীব আর অলস মস্তিষ্কের নিরস প্রাণী হিসেবে। একঘেঁয়ে আর অসহনীয় মানসিক বন্দীদশায় জীবন জর্জরিত! আপনার শৈশবের সেই ভালোবাসাপূর্ণ উদ্দামতা হারিয়ে গেছে! আপনি কি করবেন? এমন কিছু কি বানাবেন যা দিয়ে এই অসহনীয় পরিবেশ থেকে মুক্তি পাওয়া যায়? যাদুকরী কোন পানীয় নাকি সাদাকালো জীবন রিলে মাখিয়ে দিবেন মোহনীয় শতরঙের আলগা ঝালর? তাতেও কি এই সমাজের পূঁজিপতিদের উচ্চাশার শৃঙ্খল থেকে পারবেন মুক্ত করতে নিজের সেই শৈশবকে? আর যদি তেমন ভেল্কিবাজি দিয়ে সত্যের চোখে রঙচঙে চাশমা পরিয়ে তৃপ্তি পেতে চান,তাতেও কি ফেরত পাবেন পানসে হয়ে যাওয়া নিজের পুরনো হৃদয়? আসুন দেখি মার্ক অসবর্নের স্বল্পদৈর্ঘ্য এনিমেশন চলচ্চিত্র " MORE"। More-Mark Osborne

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।