আমাদের কথা খুঁজে নিন

   

সামান্য অথচ আমাদের অনেকেরই অজানা

ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হল ইতিহাস থেকে কেউ কোন শিক্ষা নেয় না।

আচ্ছা, আপনারা জানেন কি ইংরেজিতে যে পাঁচটি viowel আছে এগুলি সব একসাথে একটি word এর ভেতর পাবেন। শব্দটি আমরা সবাই চিনি এর সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আমাদের দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে এমন কোন স্থান নেই যেখানে আমরা এর সাথে জড়িত না। শব্দটি হলো EDUCATION ।

আচ্ছা এমন অনেক সংখ্যা আছে যা দিয়ে তাকে গুণ করলে সেই সংখ্যাই শেষে পাওয়া যায়। যেমন এক অক্ষরের কথা ধরলে ৫ আর ৬। তার দুই অক্ষরের কথা ধরলে ২৫। এমন তিন এমনকি চার অক্ষরেরও প্রচুর হিসাবের ব্যাপার। আমাদের অত হিসাবে কাজ নাই।

চলুন তার থেকে একটি কৌতুক শুনি। একজন লোক একজন মহিলাকে বিয়ে করেছে। এদের মধ্যে মিল হলো স্বামীর এবং স্ত্রীর উভয়পক্ষের একটি করে বাচ্ছা রয়েছে। এরপর যথারীতি তাদের বিয়ের পর তাদের একটি বাচ্ছা হয়েছে। এখন তাদের পরিবারের সদস্য ৫ জন।

একদিন হলো কি ৩ বাচ্ছা মারামারি শুরু করেছে। তখন স্ত্রীটি স্বামীকে ডেকে বলছে, ওগো শুনছ তোমারটা আর আমারটা মিলে আমাদের বাচ্ছাকে মেরে ফেলল গো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।