আমাদের কথা খুঁজে নিন

   

কয়েক ধরনের মোবাইলের ডিসপ্লে সিসটেম



টিএফটি: (thin film transistor) এক ধরনের ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে এলসিডি (liquid crystal display) টেকনোলজি। অন্যান্য এলসিডি টাইপের তুলনায় ব্যয়বহুল এই টেকনোলজি চমৎকার রং ও ছবি তৈরী করে, দ্রুত রেসপন্সিং , অধিক বিদ্যুৎ ব্যয় করে এবং দামি। টিএফটি একটিভ ম্যাট্রিক্স টেকনোলজি, এতে প্রতি পিক্সেলকে আলাদা আলাদাভাবে অনঅফ করার জন্য একটি করে ক্ষুদ্র ট্রানজিস্টর থাকে, ফলে এটি কোন সিগনাল/ইমেজকে প্যাসিভ ম্যাট্রিক্সের তুলনায় খুব দ্রুত এবং উজ্জল ও স্পষ্ট প্রদর্শন করাতে পারে। ===================== টিএফডি: (thin film diode) এক ধরনের ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে এলসিডি (liquid crystal display) প্রযুক্তি। এটি একই সংগে টিএফটি এর চমৎকার ছবির কোয়ালিটি ও দ্রুত রেসপন্স টাইম এবং এসটিএন এর মত কম বিদ্যুৎ খরচকরে।

টিএফডি ও একটিভ ম্যাট্রিক্স টেকনোলজি, এটিও তে প্রতি পিক্সেলকে অনঅফ করার জন্য একটি ক্ষুদ্র ট্রানজিস্টর থাকে, ফলে এটি কোন সিগনাল/ইমেজকে প্যাসিভ ম্যাট্রিক্সের তুলনায় খুব দ্রুত এবং উজ্জল ও স্পষ্ট প্রদর্শন করতে পারে। ===================== এসটিএন: (Super Twisted Nematic) এটি ও এক ধরনের ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে এলসিডি (liquid crystal display) প্রযুক্তি। সিএসটিএন (Color Super Twisted Nematic) ও এসটিএন উভয়ই একই ধরনের কালার এলসিডি ডিসপ্লে। সিএসটিএন কম দামি এবং টিএফটি অপেক্ষা কম বিদ্যুৎ খরচকারি কিন্তু ইমেজ কোয়ালিটি ও রেসপন্স টাইম বেশী। প্যাসিভ ম্যাট্রিক্স অর্থাৎ প্রতি পিক্সেলকে প্রতি সেকেন্ডে অনেকবার রিফ্রেশ হতে হয় ফলে এটির লিকুইড ক্রিস্টাল রিফ্রেশ হতে অনেক সময় নেয়।

একারনে এর রেসপন্স টাইম বেশী কম উজ্জলতা ও কনট্রাস্ট যা ছবির মান কমিয়ে দেয়। ======================= ইউএফবি: (Ultra Fine & Bright) ২০০২ সনে স্যামসাং কোম্পানি এটি বাজারে আনে। এটি প্রচলিত টিএফটি এলসিডি হতে অনেক কম মাত্র ৩ মিলিওয়াট বিদ্যুৎ এ চলে। ফলে স্বাভাবিক ভাবেই মোবাইলের ব্যাটারি লাইফ অনেক বৃদ্ধি পায় এবং এটি বেশ পাতলা ফলে স্লিম মাত্র ২.২ মিমি । ======================== ওএলইডি: (organic light-emitting diode) এটি একটি নতুন প্রযুক্তি এর ব্যবহার এখনও খুব বেশী দেখা যায়না।

এই ডিসপ্লের জন্য পলিমার ব্যাকলাইট প্রয়োজন হয় না, যখন বা যেখানে প্রয়োজন সে স্থানে এটি চার্জ সমৃদ্ধ হয় ও ছবি প্রদর্শন করে। অর্থাৎ পুরো স্ক্রিন জুড়ে আলো সরবরাহ হয় না স্ক্রিনের যে অংশে অবজেক্ট আছে শুধু সে অংশই আলো সরবরাহ হয় ও ছবি দেখা যায়, এটি কম বিদ্যুৎ নেয় এবং আকারে ও ছোট। স্যামসাং ই৭০০ এ এই ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা ২৫৬ কালার দেখাতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।