আমাদের কথা খুঁজে নিন

   

সপ্তম ওয়েজ বোর্ডে বেতন বাড়বে বাজারদরের চেয়ে কম

অজানাকে জানতে ছুটছি অবিরাম...!

সপ্তম সংবাদপত্র ওয়েজ (মজুরি) বোর্ড রোয়েদাদের (২০০৮) গেজেট গতকাল প্রকাশিত হয়েছে। সংবাদপত্র অফিসে পাঠানো এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, গেজেট প্রকাশের তারিখ থেকেই এটি কার্যকর হবে। পঞ্চম ওয়েজ বোর্ড থেকে সদ্য ঘোষিত বোর্ডে সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতন প্রায় ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০০৬ সালের অক্টোবরে ষষ্ঠ ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণা করা হয়। পঞ্চম ওয়েজ বোর্ড ঘোষিত হয় ১৯৯৭ সালে।

সপ্তম ওয়েজ বোর্ডের গেজেটে বলা হয়েছে, সংবাদপত্র মালিকরা সপ্তম ওয়েজ বোর্ড বাস্তবায়নে ব্যর্থ হলে বিনা শুল্কে নিউজপেপার আমদানি এবং সরকারি বিজ্ঞাপনপ্রাপ্তির সুযোগ হারাবে। সদ্য প্রকাশিত ওয়েজ বোর্ডে এ ক্যাটাগরির সংবাদপত্রের ক্ষেত্রে সাংবাদিক, কর্মচারী ও শ্রমিকের বেতন তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এ অনুযায়ী সাংবাদিকের বেতন হবে স্পেশাল গ্রেডে ২০,৫০০-৮০০-৩২,৫০০ টাকা, গ্রেড ওয়ান সাংবাদিকের বেতন হবে ১৮,২০০-৭০০-২৮,৭০০, গ্রেড টুতে বেতন হবে ১৩,৭৭৫-৬০০-২২,৭৭৫, গ্রেড থ্রিতে বেতন হবে ৯,১০০-৪৫০-১৫,৮৫০, গ্রেড ফোরে বেতন হবে ৭,২০০-৪০০-১৩,২০০ এবং গ্রেড ফাইভে বেতন হবে ৬,২৫০-৩০০-১০,৭৫০ টাকা। কর্মচারীদের ক্ষেত্রে গ্রেড ওয়ান কর্মচারীদের বেতন হবে ১৮,২০০-৭০০-২৮,৭০০, গ্রেড টুতে বেতন হবে ১৩,৭৭৫-৬০০-২২,৭৭৫, গ্রেড থ্রিতে বেতন হবে ৯,১০০-৪৫০-১৫,৮৫০, গ্রেড ফোরে বেতন হবে ৭,২০০-৪০০-১৩,২০০, গ্রেড ফাইভে বেতন ৬,২৫০-৩০০-১০,৭৫০ এবং গ্রেড সিক্সে বেতন ৫,৩০০-২৭৫-৯,৪২৫ টাকা। শ্রমিকদের ক্ষেত্রে গ্রেড ওয়ানে বেতন নির্ধারণ করা হয়েছে ১৮,২০০-৭০০-২৮,৭০০, গ্রেড টুতে বেতন হবে ১৩,৭৭৫-৬০০-২২,৭৭৫, গ্রেড থ্রিতে ৯,১০০-৪৫০-১৫,৮৫০, গ্রেড ফোরে বেতন হবে ৭,২০০-৪০০-১৩,২০০, গ্রেড ফাইভে বেতন ৬,২৫০-৩০০-১০,৭৫০ এবং গ্রেড সিক্সে বেতন ৫,৩০০-২৭৫-৯,৪২৫ টাকা।

সপ্তম সংবাদপত্র ওয়েজ বোর্ড গঠনের লক্ষ্যে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বিচারপতি হাবিবুর রহমান ছিলেন ওই কমিটির চেয়ারম্যান। সংবাদপত্র প্রতিষ্ঠানের মালিকপক্ষের চার এবং সাংবাদিক-শ্রমিকদের চার প্রতিনিধির সমন্বয়ে সরকার এ নয় সদস্যের বোর্ড গঠন করে। বোর্ডের সদস্যরা হলেন মাহবুবুল আলম, সম্পাদক ও প্রকাশক, দৈনিক ইনডিপেনডেন্ট; গোলাম সরওয়ার, সম্পাদক, দৈনিক যুগান্তর; মতিউর রহমান, সম্পাদক, দৈনিক প্রথম আলো; জগলুল আহ্মেদ চৌধূরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস); মনজুরুল আহসান বুলবুল, কো-কনভেনর সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ; রুহুল আমিন গাজী, সদস্য সচিব, সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ; আবুল হাসেম, সদস্য, সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ; খায়রুল ইসলাম, সদস্য, সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (আইন ও শৃঙ্খলা) খুরশিদ আলমকে মজুরি বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করার জন্য নিয়োগ করা হয়।

সপ্তম সংবাদপত্র মজুরি বোর্ডের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান মজুরি বোর্ডের সুপারিশমালা ৭ মে প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেন। ছয়টি সভার মাধ্যমে বোর্ড সুপারিশমালা চূড়ান্ত করে। সপ্তম ওয়েজ বোর্ড সরকারি বিজ্ঞাপনের হার (মূল্য) সময়োপযোগীভাবে বৃদ্ধিরও প্রস্তাব করেছে। বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন তদারকির লক্ষ্যে একটি প্রতিনিধিত্বমূলক ত্রিপক্ষীয় মনিটরিং টিম গঠনেরও প্রস্তাব করেছে। একই সঙ্গে সংবাদপত্র শিল্পে নিয়োজিত সাংবাদিক শ্রমিক কর্মচারীদের ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে একটি কল্যাণ বোর্ড গঠনের সুপারিশ করা হয়েছে।

বেসরকারি রেডিও-টিভি ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের ন্যূনতম বেতন-ভাতা নির্ধারণের জন্য একটি স্বতন্ত্র মজুরি বোর্ড গঠনের প্রস্তাব করেছে সপ্তম সংবাদপত্র মজুরি বোর্ড।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.