সেরেনা উইলিয়াম শনিবার অনবদ্য ভঙ্গিমায় নিজেকে মেলে ধরে চিনের লি না কে হারিয়ে দিলেন। সেরেনার পক্ষে ম্যাচের ফল ৭-৫ ও ৬-১। এই নিয়ে সপ্তমবার মায়ামি ওপেন খেতাব জিতেলেন আমেরিকার মহিলা টেনিস তারকাটি। মরশুমের দ্বিতীয় বার খেতাব জিতলেন সেরেনা। গত জানুয়ারিতে বিসব্রেনে খেতাব জিতছিলেন তিনি।
অন্যদিকে সেরেনার কাছে টানা দশ ম্যাচ হারলেন লি না।
প্রথম সেটে সেরেনার সঙ্গে লড়াই জমিয়ে দিয়েছিলেন লি। কিন্তু দ্বিতীয় সেটে দাঁড়াতেই দেননি সেরেনা। ম্যাচ জিতে নেন ৬-১ ফলে। ম্যাচ হারার পরে লি না বলেছেন, ‘ আমি মনে করি না বাজে টেনিস খেলছি ৷ ম্যাচের ফল ৫-২ হয়ে যাওয়ার পরে অবশ্য সেরেনা কিছুটা এগিয়ে ছিল।
আমার মতে ম্যাচে ভালই লড়াই হয়েছে। নেটে ভাল রিটার্ন করেছি আমি। ’ অন্যদিকে চ্যাম্পিয়ান হয়ে উচ্ছ্বসিত সেরেনা। তিনি এই ধারাবাহিকতা ধরে রাখতে চান। উল্লেখ্য , মায়ামি ওপেনের সেমিফাইনালে মারিয়া শারাপোভাকে সরাসরি ৬-৪ ও ৬-৩ সেটে হারিয়ে ফাইনালে উঠেছিলেন সেরেনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।