আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিষ্ঠিত লিটলম্যাগগুলো লেখকসম্মানী দেয় না কেন?

বিস্মৃতি ও বিষাদটিলা

বাংলাদেশে মোটামুটি সচল/অচল সব মিলিয়ে তিন-চারশ লিটলম্যাগ আছে বলে জানি। এর মধ্যে বিদেশি বিনিয়োগের লিটলম্যাগ সহ অনক ধরনের লিটলম্যাগই দেখা যায়। এই লিটলম্যাগগুলোর মধ্যে পত্রিকা বিক্রি করে লাভ করে, এমন লিটলম্যাগ কম হলেও নগন্য নয়। আমরা সবাই তাদের চিনি। এখন প্রশ্ন হলো তাঁরা পত্রিকা করে 'খাবেন' কিন্তু লেখকদের সম্মানী দেবেন না, এটা কেমন কথা ? আমার মনে হয়, লেখক সম্মানী দিলে একজন লেখক আরও দায়িত্বশীলভাবে নিজের কাজটুকু করতে পারেন।

বা সম্পাদক সেটা করিয়ে নিতে পারেন। আবার, লেখকরাও কি সবার কাছ থেকে টাকা নেবেন নাকি? আমার মনে হয় কোনো লেখকই তা করতে যাবেন না। কিন্তু যারা লেখকের কাছ থেকে লেখা নিয়ে লাভ করেন, অথচ লেখকের প্রাপ্যটুকু দেন না, তাদের কছে টাকা চাওয়া যেতে পারে। আমার জানামতে ব্লগে এখন তিন/চারজন লিটলম্যাগ সম্পাদক, লিটলম্যাগ এ লেখেন- এমন অসংখ্য লেখক আছেন। তাঁরা প্রাথমিকভাবে কী বলেন, এখন সেটাই দেখার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.