সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!
ব্লগের শুরুর দিকে কখনো ভাবি নাই যে এতগুলো লেখা লিখে ফেলতে পারবো। তাও কিভাবে কিভাবে জানি লেখা শুরু হয়ে গেলো! শুরুর দিকে শুধু কমেন্ট দিতাম। প্রথম একটা পোস্ট লিখেছিলাম ঈদ নিয়ে। তারপর এস্কিমো ভাইয়ের উৎসাহে জামাতিদের নিয়ে একটা সিরিজ লিখেছিলাম। সেই থেকে লেখার উৎসাহ বাড়ে।
আর ধুম ধাম করে একের পর এক পোস্ট দেয়া শুরু করি। ব্লগে দেখতাম অনেকে কবিতা লেখে। আমি ব্লগে আসার আগে ভুলেও কবিতা পড়ি নাই (টেক্সটবুকেরগুলো বাদ দিয়ে)। তাও সবার কবিতা লেখা দেখে আমিও একটা লিখেছিলাম। তবে লজ্জার চোটে সেইটা নিজে পোস্ট দিতে পারি নাই।
মানু (ব্লগার মানুষ) সেইটা পোস্ট করে। উৎসাহ পেয়ে শুরু করি ধুমধাম কোবতে লেখা। চরম ফাউল ফাউল সেই সব কবিতাগুলো অনেকেই পড়তেন আর উৎসাহ দিতেন। আমি বুঝি মেইন কারন আমারে পছন্দ করাটাই! তাই এইরকম আজাইরা লেখাকেও সবাই ভালো লাগে বলে যাইতেন। আর আমিও খুশির ঠেলায় একের পর এক লেখা দিয়ে গেছি।
কেন জানি বালিকা শব্দটা মাথায় গেঁথে গেছিলো; তাই সব কোবতেতেই খালি বালিকাকাব্য বানিয়ে ফেলেছি। সামনে যা লেখবো সেইগুলোও একই কাহিনী হবে বলেই মনে হচ্ছে।
বিমাকে দেখতাম সুন্দর সুন্দর গান পোস্ট করতে। ওরে দেখেই আমি গানের লিরিক্স পোস্ট করতে উৎসাহী হই। আর শুরু করি মেইনলি ইংলিশ গান পোস্টানো।
মুকুল একবার আমাকে বলেছিলো ইংলিশ নাম বাংলা করে লিখতে। কিন্তু গানভক্ত আমি ওর কথা শুনি নাই, পোলাটা আমার গানের পোস্টে তেমন আর আসে না। তাও বাংলা করি নাই টাইটেল। আমার কিছু ঘাউরামি আছে যেইগুলা কেউ শুধরাতে পারে না। এইজন্য মুকুলের কাছে সরি।
পোস্ট লেখার নেশায় যা মাথায় আসে লিখে যাই। মুক্তিযুদ্ধ নিয়ে একটা সিরিজ শুরু করেছিলাম, কিন্তু সময়ের অভাবে সেইটা নিয়ে আগাতে পারছি না। ইচ্ছে আছে ঐটা শেষ করার। জামাতিদের নিয়েও সিরিজটার একটা সামারি পোস্ট দেয়া বাকি আছে। এইসব কাজ বাদ দিয়ে আমি খালি আজাইরা পোস্ট দিয়ে যাচ্ছি।
পিঙ্ক ফ্লয়েডের কমফোর্টাবলি নাম্ব নিয়েও একটা পোস্ট অর্ধেক লিখে রেখেছি, তারপর ব্যান খেয়ে সেইটা শেষ করার উৎসাহ চলে গেছে। সেইটাও শেষ করবো। আবার আমার পড়ালেখার চাপও বেড়ে গেছে। ব্লগে তাই চেষ্টা করি কম আসার। কিন্তু পারতেছি না।
ঠিকই উঁকি মারি। নেশাটা একটা মারাত্মক নেশা! অনেক বন্ধু পাইছি ব্লগে, অনেক শুভাকাংখী পেয়েছি। সবাইকে ধন্যবাদ।
এইটা আমার শততম পোস্ট। সবাইকে ধন্যবাদ আমাকে ব্লগিং এ উৎসাহ দেবার জন্য।
ছবি কৃতজ্ঞতা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।