আমাদের কথা খুঁজে নিন

   

প্যাচাল - 4

কবিতা

আজ আবার একটু প্যাচাল পাড়তে আসলাম। কারণটা আজকের আবহাওয়া । এত চমৎকার একটা দিন ! গতকালই বলছিলাম প্রকৃতি প্রতিদিনই নতুন রূপে আবির্ভূত হয় । গত কয়দিন খুব গরম পড়ছিল, কাল সন্ধ্যার পর পরই হাওয়া ছাড়ল তারপর একটু বৃষ্টি। সারা রাতই বাতাস ছিল।

সকালেও আকাশ ভার। তারপর বৃষ্টি। ভয় পাচ্ছিলাম , বাতাস বন্ধ হয়ে না আবার ভ্যাপসা গরম পড়ে। কিন্তু প্রকৃতি আজ উদারই বলা যায়। বৃষ্টি শেষে ঝকঝকে রোদ, আর দারুন বাতাস ! বৃষ্টির ধারায় গাছের পাতার ধুলো ধুয়ে পাতাগুলো চকচক করছে।

রাসতার পাশে লাগানো পুষপিত রাধাচূড়া কোথাও হলুদ কোথাও লাল বাতাসে দুলছে। সুন্দর !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।