লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্জ ও চরপাগলা গ্রামে পুলিশ পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এক পরিবারের ২ জন আহত হয়েছে। রোববার দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
ক্ষতিগ্রস্তরা জানান, রাত ২টার দিকে ১৫-২০ জনের একদল ডাকাত চরলরেঞ্জ গ্রামে ইটভাটা মালিক জয়নাল আবেদিনের বিল্ডিংয়ের কলাপসিবল গেটের কয়েকটি তালা কেটে ভেতরে ঢোকে। এসময় ডাকতাদের বাধা দিলে তারা জয়নাল আবেদিন ও তাঁর স্ত্রী শাহিনা বেগম স্বপ্নাকে কুপিয়ে আহত করে। পরে নগদ প্রায় দেড় লাখ টাকা, নয় ভরি স্বর্ণলঙ্কারসহ সাত লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এরপর ডাকাতদল পার্শ্ববর্তী চরপাগলা গ্রামের ব্যবসায়ী মাহফুজুর রহমানের টিন সেড ঘরের দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এসময় ডাকাতরা পরিবারের সদস্যদের মারধর করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।