আমাদের কথা খুঁজে নিন

   

রেখেছো বাড়িওয়ালা করে , মানুষ করোনি!



বাড়িওয়ালাদের উপর সবচেয়ে বেশি রাগ ব্যাচেলরদের! বাড়িওয়ালারা মেয়েরে বিয়ে ঠিকই দেবেন ব্যাচেলরের সাথে কিন্তু বাড়িটা ভাড়া দেবেননা ! অবশ্য বাড়ি ভাড়া না দিলেও পরে তো মেয়ের সাথে বাড়ি বা অংশবিশেষের মালিকানাও দিয়ে দেয় ! ! ! যাক সেসব আমি আপনাদের আজ এক বাড়িওয়ালার ভাড়ার রশিদের অভিনবত্ব নিয়ে কিছু কথা জানাতে চাই। প্রথমত কারেন্ট বিল । এই বাড়িওয়ালা কখনো কারেন্টের বিল ভাড়াটেদের দেননা। তিনি নিজেই খালি কাগজে নিজের পছন্দমত বিল বানান। বোধ করি পাঁচ ভাড়াটের বিল বানাতে তার গলদঘর্ম হতে হয়।

কারণ ভাড়াটেদের কার কাছ থেকে কত নিলে মোটের উপর নিজের কারেন্টের টাকাটাও ম্যানেজ হয়ে যাবে তা হিসেব করা লাগে ! তো গত এপ্রিলের কারেন্ট বিল দেখে বেশ অবাক হলাম । এপ্রিলে বাড়িওয়ালার কারেন্টের বিল নিশ্চয়ই সেইরকম বেড়েছে তা না হলে ভাড়াটের বিল ১০০০ এর সীমা ছিঁড়ে ঊর্ধমূখী হয় কি করে? গত মাস জুড়েই তো দিনে ৬ থেকে ৮ ঘন্টা লোডশেডিং হচ্ছে প্রতিদিন। তারপরো মার্চের চেয়ে এপ্রিলের বিল বেশি ! যে জিনিসটা দেখে ভিরমি খাওয়ার যোগাড় তা হলো সিঁড়ি ঝাড়ু দেয়ার বিল ! ! ! এমনিতে যার যার ফ্ল্যাটের সামনের সিঁড়ি ভাড়াটেরা নিজের গরজেই ঠিক ঠিক ঠাক রাখতেন। এদিকে গত মাস থেকে বাড়িওয়ালা উপরের দিকে আর একতলা বাড়াবার নিয়ত করায় কয়েকজন মিস্ত্রি নিচে থাকা শুরু করেছে। ইট, কাঠ, রড, সিমেন্ট উপরে নিয়ে যাওয়া লাগে বলে সিঁড়ি নোংরা হয়।

মিস্ত্রিরা তাই কাজ শেষে ঝাড়ু দিয়ে দেয়। কিন্তু তখন কি আর ভাড়াটেরা জানতেন যে বাড়ি বানাবে বাড়িওয়ালা কিন্তু সিঁড়ি পরিস্কারের টাকা দিতে হবে তাদের ! কন্সট্রাকশনের কাজ শুরু হওয়ায় চারতলা বাড়ির সিঁড়ি ঝাড়ু দেয়া বাবদ বাড়িওয়ালা ভাড়াটে প্রতি বিল করেছেন ৭৫ টাকা ! ! !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.