পতন দিয়েই আমি পতন ফেরাবো
১৯৭২ সালে ১০ই জানুয়ারী স্বাধীন বাংলাদেশে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমে দেশের মাটি তে পা রেখে একটা সংক্ষিপ্ত ভাষণ দেন , যেখানে বঙ্গ বন্ধু বলেন " রবি ঠাকুর তার কবিতায় লিখেছেন - সাত কোটি সন্তানে হে মুগ্ধ জননী , রেখেছো বাঙালী করে মানুষ করনি "
তিনি এটা ভূল বলেছেন , কারন বাঙালী আজ দেশ স্বাধীন করেছে ,মানুষ হয়ছে।
কিন্তু হে বাংলার বন্ধু , আপনি যদি আজ বেছে থাকতেন তাহলে কি বলতেন ২০১৪ সালের ১৩ই মার্চের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এ বাঙ্গালীদের কে দেখে - আপনার গড়ে তোলা আওয়ামী লীগ আজ প্রমান করলো আপনার সেই দিনকার ভাষণ ছিল ভূল , রবি ঠাকুরই সত্য বলেছেন - রেখেছো বাঙালী করে মানুষ করনি।
ক্ষমা করবেন হে পিতা, আমরা এখনো ও পরাধীন ই থেকে গেলাম
View this link https://www.youtube.com/watch?v=__CHdKMmQfo
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।