আমাদের কথা খুঁজে নিন

   

আলফ্রেড খোকনের "মৃত্যু" কবিতার সূত্র ধরে

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

আলফ্রেড খোকনের “মৃত্যু” কবিতার সূত্র ধরে বন্ধু, যদি কোথাও খুঁজে না পাও- তবে মর্গে যেও আমার খোঁজে। স্বর্গে যাবার অঙ্গীকার করিনি কখনো- নরকে একটা মেস ভাড়া করে থাকবো বলে পার্থিব কষ্টগুলো দিব্যি গা সওয়া করে নিলাম এতোটাকাল। পাপপূণ্য বিচারের মাত্রতো কটা দিন- নরকে আর এমন কী জ্বলবো(?) যা জ্বলেছি এই শহরের অলিতে গলিতে। দেখতে দেখতেই কেটে যাবে নরকের দিনগুলো। পৃথিবীর সব নোংরা কাদামাটি যা লেগে আছে শরীরের আনাচে কানাচে- ঝলসে নেবো ফুটন্ত কড়াইয়ে।

আমি শুদ্ধ হলে আবার হয়তো ঠাঁই মিলবে স্বর্গে। মেনকাদের কথায় আর ভুলবোনা, এই প্রতীজ্ঞা তোমার কাছে। আসবোনা ফিরে এই মাটির পৃথিবীর বুকে- ঈশ্বরকে তুষ্ট করে পুনরায় থেকে যাব স্বর্গে। আমাকে খুঁজতে তুমিও জানি একদিন ঠিক স্বর্গে এসে হাজির হবে। সেখানে আমাকে যদি খুঁজে না পাও- তবে ধরে নিও নরকের কোন এক মানবী আবারও পথভ্রষ্ট করে নিয়ে গ্যাছে অন্য কোন গ্রহে।

স্বর্গের ঠিকানাটা হয়তো পাওয়া হবেনা আর কখনই। তবুও তুমি একবার নরকের সেই পুরোনো মেসের ঠিকানায় খোঁজ নিও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.