আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচটা জেমস স্টুয়ার্ট, তিনটা আলফ্রেড হিচকক

বুকের ভেতর বহু দূরের পথ...
আলফ্রেড হিচকক আর জেমস স্টুয়ার্ট । হলিউডের দুই নক্ষত্রের নাম । এ জুটি দর্শকদের উপহার দিয়েছেন অনেকগুলো ক্লাসিক আর ব্লকবাস্টার মুভি। স্টুয়ার্ট দু-দু'বার অস্কার জিতলেও (দি ফিলাডেলফিয়া স্টোরি (১৯৪১) আর লাইফ টাইম অ্যাচিভমেন্ট (১৯৮৫)) হিচককের ভাগ্যে জুটেনি একবারও!!! কিন্তু দুনিয়ার তাবৎ সব বাঘা বাঘা চলচ্চিত্রকার হিচকককে গুরু মানেন। হিচককের অনেক মুভি দেখলেও জেমস স্টুয়ার্টের মুভি দেখেছি মাত্র ৫টি।

৫টি মুভি দেখেই মুগ্ধ হয়েছি। এ পোস্টে সে ৫টি মুভির কথাই বলবো। এ ৫টির মধ্যে ৩টির নির্মাতা আবার হিচকক । জেমস স্টুয়ার্টের আরো কিছু মুভি কালেকশনে আছে। জানি, আমার এ লিস্টের চেয়েও তার আরো বিখ্যাত মুভি আছে।

সেগুলো এখনও দেখা হয়নি। দেখা হলে সেগুলো নিয়ে পরে লিখবো। ১. It’s a wonderful Life (1946) Director : Frank Kapra ক্রিসমাসের সময় । নি:স্ব একজন মানুষ (জেমস স্টুয়ার্ট) আত্মহত্যা করতে গিয়ে দেখা পায় এক দেবদূতের। জাগতিক বিষয়ের প্রতি সকল আগ্রহ হারিয়ে ফেলা মানুষটিকে দেবদূত দেখিয়ে দেন জীবনটা আসলে কত সুন্দর।

প্রতীকী এ সিনেমাটি জীবনমুখী আবেদনের জন্য যুগ যুগ ধরে দর্শকদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে । আরেক লিজেন্ড ফ্রাঙ্ক কাপরার অমর সৃষ্টি। # ২. The Greatest Show on The Earth (1952) Director : Cecil B. DeMille সার্কাস নিয়ে এর চেয়ে ভালো ছবি সম্ভবত আর নেই। বোধহয় আর হওয়ার সম্ভাবনাও নেই। ষাটের দশকের অন্যতম এ ব্যয়বহুল মুভিটি আগাগোড়াই জমজমাট ও দর্শকদের চুম্বকের মত আকর্ষণ করে রাখে।

মূল ভুমিকায় চার্লটন হেসটন আভিনয় করলেও জেমস স্টুয়ার্ট খুবই গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমধর্মী একটি চরিত্রে অভিনয় করেছেন। সার্কাসের জোকারের চরিত্রে # ৩. Rear Window (1954) Director : Alfred Hitchcock হিচককের থ্রিলার। জেমস স্টুয়ার্ট তার পাশের বাড়িতে ঘটে যাওয়া একটি খুনের তদন্তে নামেন। এক পা মচকানো স্টুয়ার্ট নিজ বাড়ির জানালার পাশে বসেই চালিয়ে যান অনুসন্ধান । বেড়িয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

# ৪. The Man Who Knew Too Much (1956) Director : Alfred Hitchcock বৌ-বাচ্চা সমেত মিসরে গিয়ে বিপাকে স্টুয়ার্ট। কিডন্যাপ হলো স্টুয়ার্টের ছেলে। এখন?? হিচককের আরেকটি ক্লাসিক থ্রিলার। # ৫. Vertigo (1958) Director : Alfred Hitchcock সর্বকালের অন্যতম সেরা সাইকোলজিক্যাল থ্রিলার। টপ ফাইভ হিচককের মধ্যে অবশ্যই থাকবে ।

আমি অবশ্য টপ থ্রিতেই রেখেছি। # ডিভিডিতে মুভি দেখি বিধায় ডাউনলোড লিংক দিতে পারলামনা। দু:খিত। নেটে সার্চ দিলেই পেয়ে যাওয়ার কথা। ধন্যবাদ
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.