আমাদের কথা খুঁজে নিন

   

লেখকের জীবন



লেখকের জীবন খুব মর্মান্তিক আর বেদনাদায়ক। যে কাল্পনিক চরিত্রগুলো তার হাতে জীবন পায়, তারা আর লেখকের ইচ্ছে মতো চলে না। লেখকের সঙ্গে তারা কথা বলে, তাদের আনন্দ ও বেদনার কথা, তাদের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের কথা, তাদের প্রেম ও প্রেমহীনতার কথা, তাদের দীর্ঘশ্বাস ও কান্নার কথা। বলতে বলতে হয়তো তারা নিজেরা হেসে ওঠে, লেখকও হাসেন; কখনো বা তাদের কান্না লেখকেরও চোখ ভিজিয়ে তোলে। এই গোপন কান্নার কথা, এই বস্তব-কল্পনার মিলিত জগতের কথা কেউ জানে না, জানতে চায় না। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, যেদিন তাঁর হান্ড্রেড ইয়ারস অফ সলিচ্যুড-এর কর্ণেলের মৃত্যু ঘটে তাঁর কলমে, সেদিন তিনি একটানা দু-ঘণ্টা কেঁদেছিলেন। তাঁর উপন্যাসের ওই অংশ পড়ে কেউ কি বুঝবেন, এটি লিখতে গিয়ে লেখককে কী ভয়ংকর বেদনাবোধের মধ্যে দিয়ে যেতে হয়েছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।