আমাদের কথা খুঁজে নিন

   

লেখকের শত্রু-মিত্র



একজন লেখক হিসেবে সবাই আমার মিত্র হবেন , তা আমি কোনোমতেই আশা করতে পারি না। মাঝে মাঝে অনেক ঘটনা আমাকে হাসায়। নিউইয়র্ক থেকে সাপ্তাহিক পত্রিকা বের হয় এগারোটি। এর মাঝে কয়েকটি ফ্রি। এখানের বাস্তবতা হচ্ছে , সব কটা কাগজের ৯০ ভাগই কম্পোজ হয়ে আসে ঢাকা থেকে।

যার ফলে , ঢাকার কলামিষ্টদের অনেক লেখাই পেস্ট হয়ে চলে আসে সেখান থেকে। নিউইয়র্কের বিভিন্ন কাগজে আমার লেখা রিপ্রিন্ট হয়। যা মূলত: ছাপা হয় ঢাকার বিভিন্ন কাগজে। নিউইয়র্কের এক সম্পাদক আছেন , যিনি আমার নাম শুনলেই নাক ছিটকান। এর অবশ্য একটা কারণ ও আছে।

নপুংশক এই সম্পাদকের একটা জঘন্য আপত্তিকর লেখার তীব্র প্রতিবাদ করে লিখেছিলাম আমি প্রায় বিশ বছর আগে। এর পর তিনি তার ঐ নিয়মিত কলাম টি লেখা বন্ধ করে দিয়েছিলেন। মাঝে মাঝে নয় , সবসময় ই সত্যের পক্ষে দাঁড়াতে হয়। ঐ পত্রিকার রিপোর্টার আমাকে জানালেন , যেহেতু আমার ২/৩ টা কলাম কম্পোজ হয়ে আসে ঢাকা থেকে , তাই ঐ সাপ্তাহিকের সবাইকে খুব সতর্ক থাকতে হয় যাতে আমার কোনো লেখা ছাপা হয়ে না যায় ! আমি হেসে বলি, তাহলে তো আমি আপনাদের বেশ দৌড়ের উপর রেখেছি !! কারণ প্রতি সপ্তাহে আমার লেখা যাতে আপনাদের কাগজে না যায় , সে জন্য রীতিমতো দারোয়ানি করতে হয় আপনাদেরকে ! তিনি ও হেসে উঠেন। আমার মনে পড়ে যায় মহামহিম এডওয়ার্ড সাঈদের একটা কথা।

প্রকৃত লেখকের মিত্রের চেয়ে শত্রুই বেশী। মিত্রের সংখ্যা বেশী হলে ভালো তবে বেশি হাততালি লেখককে তার দায়িত্ব পালনে বেশ ক্ষতিগ্রস্থ করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।