মনোয়ারা মণি
লেখালেখির ব্যস্ততায় কাটলো
জীবনের অনেকটা সময়
বইয়ের পরে বই প্রকাশের নেশা
সভা, সমিতি আর পুরস্কারের ঘোরে
তুচ্ছ হয়েছে অন্য সব
রোদ বৃষ্টিতে গড়িয়ে গেছে অনেকটা বেলা
জীবন সাথী কবেই হারিয়ে গেছে
পিছন ফিরে তাকাবার পালা আজ
গোধূলির পানে তাকিয়ে শুধুই দীর্ঘশ্বাস
শূন্য ঘর শূন্য হৃদয়
রঙিন পৃথিবী ফিকে হয়ে আসে
লেখালেখি আর বই মেলায় আচানক অনীহা
আক্ষেপ আর অস্থিরতার প্রবল ঝড়ো হাওয়া
এ কোন ইতিহাসের সাক্ষী আমি -
সুদূর আকাশ তুমি কি জানো
যৌবন কেন ভুলিয়ে দেয় আগত ভবিষ্যৎ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।