আমাদের কথা খুঁজে নিন

   

আত্মসমর্পণ

ইকার এর নিঃসঙ্গ বচন ম্যাথের কিবরিয়া স্যার শিক্ষক হিসেবে কেমন সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু মানুষ হিসেবে তিনি যে একজন খবিস বিশেষ এটা নিয়ে কখনই সন্দেহ ছিল না ইমা'র । তাই নীলক্ষেত থেকে কেনা গাইড থেকে জ্যামিতির উপপাদ্যের এক্সট্রা বুঝিয়ে দেয়ার পর, কিবরিয়া স্যার যখন কুতকুতে চোখে ছাত্রী দের দিকে তাকিয়ে থাকেন- তখন আক্ষরিক অর্থেই চোখ দিয়ে আগুন বের হতে থাকে ইমা'র । আজ রবিবার । এমনিতেই দু'দিন ছুটির পরে স্কুল শুরু হল তার উপর কিবরিয়া স্যার একগাদা হোমওয়ারক দিয়ে রেখেছেন । স্কুলে আসার পর থেকেই মেজাজ খারাপ ইমার ।

স্যারের ক্লাস লাস্ট পিরিওডে, আর ১ম পিরিওড থেকেই তারা বান্ধবীরা সবাই লুকিয়ে লুকিয়ে ইনকমপ্লিট হোমওয়ারক করছে । অনেকক্ষন চেষ্টা করেও একটা বিদঘুটে সম্পাদ্য সে কিছুতেই মেলাতে পারছেনা , আর এদিকে পাশে বসে স্বাতি টা কেবলই পরে পরে ঝিমাচ্ছে । ইমার কাছে কোনো গাইডও নেই যে গাইড দেখে বসিয়ে দেবে । দু-তিনবার ডাকার পরেও যখন স্বাতি শুনলো না তখন ভীষণ মেজাজ খারাপ হল ইমার । স্বাতির কানের কাছে ছোটখাটো একটা হুংকার ছেড়ে বলল, কিরে ! তুই কি শুধু ঘুমাতেই এসেছিস আজকে ? স্বাতি ঘাড় উচিয়ে জবাব দিল, না ।

আসলেই বা সমস্যাটা কি ? ইমা বলল, স্যারের হোমওয়ারক করেছিস ? না । তাহলে ? স্যারের ক্লাসে হাত উচিয়ে দাঁড়িয়ে থাকার শখ হয়েছে ? আরে ধুর... ক্লাস করলে তো ! মানে ? ক্লাস করবি না মানে ? কোথায় যাবি ? রহস্যময় দৃষ্টিতে ইমার দিকে তাকালো স্বাতি, বলল , সেটা তুই দেখতেই পাবি । আমি কিভাবে দেখব ? কারন, ক্লাস না করে আমি যেখানে যাবো সেখানে তুই আমার সাথে থাকবি । মানে ? আমি তোর সাথে থাকব মানে ? দেখ স্বাতি, হেঁয়ালি ছাড় । আমি কোথাও যেতে পারব না ।

আচ্ছা ঠিক আছে । আমি কি তোকে জোর করছি নাকি ? ইচ্ছে হলে যাবি, না হলে নাই । ইমা আর কিছু বলল না । সকাল থেকেই স্বাতি আজ অদ্ভুত আচরন করছে । সমস্যাটা কি ওর ? একবার ভাবল জিজ্ঞাসা করে দেখে ওর "হচ্ছে" নাকি - পরে ভাবনাটা বাদ দিল ইমা ।

"চলা" অবস্থায় মাঝেমধ্যে ইমার নিজেরও কেমন জানি লাগে, কিছুই ভাল লাগে না । ওরকম হলে তো আর স্বাতিকে দোষ দেয়া যায়না । কিন্তু কিবরিয়া স্যারের ক্লাস বাদ দিয়ে সে কোথায় যেতে চায় সেটা জানা দরকার । দিনকাল ভাল না, কখন কোথায় কি ঘটে কোনো ঠিক নেই । সেদিনও কোথায় জানি পিচ্চি এক মেয়ে ইয়ে হয়ে গেল ।

ইমাদের স্কুলটা অবশ্য খুবই নিরাপদ একটা জায়গায় - সেখানকার পরিবেশ ভাল । স্কুলের গেটের সামনে কোনো বখা তরুনকে নতুন শেখা সিগারেট খাওয়া ঝালাই করে নিতে দেখা যায়না কিংবা কোনো যুবককে মোটরসাইকেল নিয়ে অহেতুক ঘোরাফেরাও করতে দেখা যায়না । ( চলবে ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।