রাত জাগা পাখি আমি। ।
গাংচিলের মুখে মুক্ত আকাশের গান মানায়,
ভালোবাসার অণুকাব্য না..................। ।
আলো তার গতিপথ পরিবর্তন করে আঁধার মুছে ফেলে,
রাতের ইতি টানে,
অবশেষে নিজেকে সমর্পণ করে কালোর কাছে,
চাঁদের কাছে না..............................।
।
আজ গাংচিল আকাশের গান নিয়ে বেজায় অখুশি,
বাঁধ ভাঙ্গা গান আর না...আর না...
চাই আমি প্রেম কাব্য......চাই আমি বাতাস...চাই আমি...চাই...
আলো নিজেকে সমর্পণ করতে চাই চাঁদের কাছে,
নিকষ অমানিশাতে তাই গোধূলি ছড়ায় জ্যোৎস্না...। ।
আমি ভেজাতে চাই আমার সবটুকু ওই কালো জোৎস্নাতে...। ।
আমার পা জোড়া শিকল ভেঙ্গে পালাচ্ছে সাগর জলে,
আমি একটুকরো ভুল করবো আজ আবার...আবার...এবং আবার...
ভুল করব...ভুল করব মনে মনে...
তোমায় আজ আবার সব বাঁধা ভেঙ্গে ছুঁয়ে দেবো...
ছুঁয়ে দেবো মনে মনে.................................। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।