- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
কী বেদনাময় এই বিশ্বাসঘাতকতা!
জন্মের প্রতি
আজন্ম
তাই বুঝি বেঁচে থাকায় অসহ্য যন্ত্রণা
এতো ক্লান্তি!
জন্ম নেয় এক শূন্যতা,
কী ভয়ঙ্কর সেই শূন্যতা!
কী নির্মম তার দংশন!
নিঃশ্বাসের সূচাঁলো অগ্রভাগ
নিঃশ্বাস হয়েই বিদ্ধ।
হৃদপিন্ড শান্তি না পায়-
রাগে ফুঁসতে থাকার স্থিতি
সদা কাঁপনের তাড়নায়;
তবু আন্দোলতি সমস্ত সত্ত্বা।
আত্মার অট্টহাসিতে
উদ্ভাসিত মাটির ক্ষীণ তনু...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।