অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই সরকার জামাত'কে নিষিদ্ধ করে না কেন? কার স্বার্থে? সরকার জামাত'কে রাজনীতি করার অনুমুতি দিয়ে রাখবে আর দেশের মানুষ ও বিরোধী দলের কাছে আওয়ামী লীগি আচরন আশা করে হেন তেন ব্লেম গেম খেলবে, তা তো হবে না! তাহলে, জামাত আওয়ামী লীগের কি হয় যার কারনে সংসদে নিরণ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও, এবং শত শত অভিযোগ থাকার পরও এই জামাতকে রাজনীতিটে নিষিদ্ধ করা হচ্ছে না? Tawfiqul Alam ভাই, অত্যন্ত সঠিকভাবে কারনটা বলেছেন, যে, '...কতগুলো ভিক্ষুক দেখা যায় হাইড্রসিল বা একশিরায় আক্রান্ত,যারা লুঙ্গি উল্টিয়ে আক্রান্ত স্থান সহানুভুতিশীল পাবলিককে দেখিয়ে আতকিয়ে দেয়,সাথে করুনা আর ভিক্ষাটাও নিয়ে নেয়। আমরা চাই আওয়ামি লিগ এবার এই রাজাকার একশিরাটার অপারেসন করুক,আর লুঙ্গি উঠিয়ে করুনা ভিক্ষা না করুক।' আমাদের সকলের একটাই দাবী, সরকার অতিসত্বর জামাত'কে রাজনীতি থেকে নিষিদ্ধ করুক। বিএনপি বা অন্য কেউ ক্ষমতায় আসলে তখন জামাতকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লুঙ্গী উঠানো চলবে না! মুক্তিযুদ্ধের চেতনাধারী প্রতিটি ব্লগারের উচিত সবকিছু'র আগে নিজ দল'কে চাপ দিয়ে জামাত'কে নিষিদ্ধ করা। নইলে, আওয়ামী লীগ- জামাত জুটি বাংলাদেশের ইতিহাসে একশিরা আক্রান্ত ভিক্ষুক হিসেবেই চিন্হিত থাকবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।