আমাদের কথা খুঁজে নিন

   

মুখে কালো কাপড় বেঁধে কি হবে?

একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

দেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। কত মানুষ যে না খেয়ে দিনাতিপাত করছে তার কোন হিসেব নাই। চারিদিকে শুধু হাহাকার, আর কান্না। কোনো বাবা মা কি সহ্য করতে পারবে, তার কোলের অবুঝ সন্তান যখন দুধের ক্ষুধায় চিৎকার করবে? ব্যাপারটি আপনি একবার ভেবে দেখুনতো একবার ভাবুন আপনার কোলের শিশুটি কাঁদছে দুধ খাওয়ার জন্য আর আপনি পিতা বা মাতা হয়ে পয়সার অভাবে দুধ কিনতে পারছেন না। এই বিষয়টি একবার চোখ বন্ধ করে কল্পনা করুন।

এই চিত্রটি এখন প্রতি ঘরে ঘরে। কেউ প্রকাশ করছে কেউ করতে পারছে না। সবচেয়ে বড় সমস্যার নিম্ন মধ্যবিত্তরা। এরা পারছে না মানুষের কাছে হাত পাততে আবার পারছেনা চুরি করতে। এরা মরেও বেঁচে আছে।

উপর থেকে দেখতে ভাল হলেও ভিতরে কংকালসার। সেনাপ্রধান গতকাল কারওয়ান চালের বাজার সফর করে বল্লেন, দেশে চালের কোন সংকট নেই। চালের সংকট সৃষ্টি করা হয়েছে। আমরা মানি উনি খারাপ কথা বলেননি, এবং সত্যকথা বলেছেন। কিন্তু আমার প্রশ্ন, মানুষের কি এতদাম দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে খাওয়ার ক্ষমতা আছে? প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় যাবেন কয়েকদিন পর।

মোটামুটি সবগুলো ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনার আগমেন বিরোধিতা করে অপরাজেয় বাংলার মুখ বেঁধে দিয়েছেন। তাতে লাভ কি? প্রধান উপদেষ্টা আর মইন ইউ আহমেদ কি বোঝে দেশের গরীব মানুষ কি চায়? এই জনগনের দুঃখ কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.