আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বায়ন হোক সীমান্ত গুড়িয়ে ইচ্ছেমত ভূখন্ড বেঁছে নেবার স্বাধীণতা

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

একটুকরো জমিন হোক একজন মানুষের এমন যা তাকে ভাত দেবে, মাথা গোঁজার ঠাঁই দেবে। নইলে একটা কর্মসংস্থান যা তাকে বাঁচতে দেবে। বিশ্বজুরে দরিদ্র মানুষেরা আজ কারাবন্দী হয়ে পড়েছে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র নামক প্রকোষ্ঠে। আর অঢেল জমি নিয়ে নিজেদের বগল দাবাচ্ছে কিছু বৃহদাকার রাষ্ট্র। বাণিজ্যের বিশ্বায়ন দরিদ্রদের জন্য কোন সুফল বয়ে আনে নাই - দরকার কাজ ও নিবাসের বিশ্বায়ন।

পৃথিবীর দরিদ্র মানুষদের দরিদ্রতম রাষ্ট্রগুলোতে শৃংখলিত থাকার কোন মানে নেই - তাদেরকে সেই জরাজীর্ণ প্রকোষ্ঠে রেখে গ্লোবালাইজেশনের কথা বলা চরমতম বুজরুকি। মানুষ তার ইচ্ছেমত জমিন বেঁছে নেবে। অল্প জায়গায় অনেক লোক বসবাস করবে আর বিশাল জায়গা নিয়ে গুটিকতকের প্রাসাদ গড়ে উঠবে - পৃথিবীর সাসটেইনেবিলিটির জন্য এটাই এখন সবচেয়ে বড় হুমকির। মানব বসতির অসুষম বন্টন নিদৃষ্ট একটা ভূখন্ডের উপরে পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। সমুদ্র পৃষ্ঠের স্ফীতিতায়ন, বৈশ্বিক ঊষ্ণায়ন, হিউম্যান ট্রাফিকিং, টেরোরিজম, মাইগ্রেশন ইত্যাদি বৈশ্বিক প্রেক্ষিতে বিশ্বব্যাপী দরিদ্র রাষ্ট্রগুলোর মানব সম্পদের বিশ্বায়ন প্রয়োজন।

প্রয়োজন সীমান্ত অপসারণের জন্য ব্রতী হওয়া। পৃথিবীর উপর হুমকিসরূপ যে সমস্ত প্রাকৃতিক দূর্যোগ ঘনীভূত হচ্ছে তা থেকে পরিত্রানের জন্য বিশ্বের দরিদ্র মানুষের অবস্থানের ভৌগলিক পুনর্বিন্যাস হওয়া প্রয়োজন। নইলে প্রাকৃতিক দূর্যোগের সময় এসমস্ত মানুষগুলো উন্নত বিশ্বের রোষনলে পড়ে আগেই প্রান হারাবে। বাণিজ্যের বিশ্বায়ন নয়, চাই মানুষের অবাধ যাতায়াতের বিশ্বায়ন। নিজের নিবাস আর কাজ বেঁছে নেবার স্বাধীণতা।

বাণিজ্যের বিশ্বায়ন এখন এই দাবীর দিকেই ঠেলে দিয়েছে বিশ্বব্যাপী দরিদ্র রাষ্ট্রের জনগনদের!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.