আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রেমিকারা -১ উৎসর্গ নদু



খুবই উৎসাহিত হইছিলাম। ভাবলাম যাক, এত দিনে ব্লগে কেউ তাদের প্রেম-পিরিতি নিয়া খোলাসা হইছে। চরম আগ্রহ নিয়া নাদানের পোষ্টে ঢুইকা দেহি তার প্রেমিকারা সব পশু-পাখি!!! কষ্ট পাইছি, বেজায় কষ্ট! তাই মনের দুঃখে ঠিক করলাম আমিই আমার প্রেমিকাদের নিয়া পুষ্টামু। তাগোরে নিয়া লিখবো যাদের আমি ভালবেসেছি, আর যারা আমাকে ভালবেসেছে ঘটনার শুরু সেই কুট্টিকালে, যখন মাত্র হাটাহাটি শিখছি তখনকার কথা। সেই সময়ই মনে প্রেমের হাওয়া এসে একটা ঝাপটা দিয়ে গেছিল।

কিন্তু বয়স এতই কমছিল যে ভাল মনে নাই, তয় বাসার সবার কাছে যা শুনছি তাতেই কিছুটা জানি! আমি তখন দুই আড়াই বছরের, আর আমার প্রেমিকা তখনও হাটতে শিখে নাই, কোন কিছু ধরে দাড়ানো শিখছে মাত্র। সে নাকি আমাকে বড়ই ভালা পাইতো। আমাদের পাশেই থাকতো। তাকে মাইর -ধোর করেই আমার মারামারির হাতেখড়ি। তারপরও নাকি সে আমাদের বাসায় খুশিমনে থাকতো, বাসায় থাকতে চাইতো না।

কিন্তু এই ভালবাসার জন্য তাকে অনেক কষ্ট সহ্য করতে হইতো। সে দেয়াল ধরে দাড়ানো মাত্রই আমি ছুটে আসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতাম, তার গায়ে পিপড়া ছেড়ে দিতাম....ইত্যাদি ইত্যাদি। আমাদের বাসার উঠানে লাউ গাছের একটা মাঁচা ছিল। তার নিচে সবসময় মশা ভ্যান ভ্যান করতো। আমি তার হাত ধরে তাকে ডেটিং এর ছলে সেখানে নিয়ে বসিয়ে রেখে আসতাম মশার মধ্যে।

সে বসে বসে মশার কামড় খাইতো আর কানতো! তারপরও সে আমার সাথে খেলা করতে আমাদের বাসায় আসতে চাইতো। হায়! এখন তার কথা মনেও নাই, কোন অস্পষ্ট ছবিও মনে পড়েনা। কিন্তু সেই আমাকে প্রথম ভালবেসেছিল মনে হয়। কিন্তু আমি তখন অবোধ শিশু, নারীর মন এই বুইড়া বয়সেই বুঝিনা, আর তখন কী বুঝবো??!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।