আমি খুবই নিরীহ একটি প্রাণী। আমর দুটি করে চোখ, কান, হাত ও পা আছে। আমার একটি নাক ও একটি মুখ ও আছে। শরীরে লাল রক্ত আছে, বুকের মাঝে একটি হৃদয় ও আছে বোধ করি। আলোয় সেথায় আলয় ভরা জীবন শুধু কালো, বাসছে ভালো সবাই তোমায় বলছে না কেউ ভালো। হাত বাড়িয়ে হাতটি ধরে মুখের কথা বলো, মনের কথা থাকুক তোলা দেহের আগুন জ্বালো। বাঁচার আশায় বিকিয়ে যাওয়া জড়িয়ে নেওয়া কালো, জীবন জুড়ে আঁধার সেথায় আলয় ভরা আলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।