আকাশটা কে তোমার কথা বলেছি, নদীর জলে তেমার ছায়া দেখেছি, মন বলে তোমার আমি হয়েছি।
তোমায় খুঁজেছি বিলিন সে মরুতে
কোথায় রয়েছ ভূলে আমাকে
তারা গুলো দ্বীপ জালে দুর মায়াতে।
পিছু ফেলে আসা কত স্বপ্ন রঙিন
দুখ ছায়া বারে বারে করেছে মলিন
সুরে সুরে কত কথা গেঁথেছি আমি
ধীরে ধীরে কেটে গেছে কত রজনি।
চোখে চোখে খুঁজি সেই সোনালি পলক
মাঝ রাতে কেঁদেছি পরেনি পলক
আঁধো আলো আঁধো ছাঁয়া এইত জীবন
হবে না দেখা জানি আসবে মরন।
তোমায় খুঁজেছি বিলিন সে মরুতে
কোথায় রয়েছ ভূলে আমাকে
তারা গুলো দ্বীপ জালে দূর মায়াতে।
click this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।