আমাদের কথা খুঁজে নিন

   

লোকের কথা

আমার ব্যক্তিগত ব্লগ

একটা কথা আছে "লোকে বলে"। সাধারনত: লোকে আমার সম্পর্কে কি বলে, কেন বলে এসব নিয়ে আমি মাথা ঘামাই না। হয়তো কিছু করতে পারিনা বলেই ঘামাই না। সব সময় নিজের মতোন চলার চেষ্টা করি। নিজে বিবেচনা করে দেখি, এটা খারাপ না ভাল।

কে কি বলল, সেই মতোন চলার কোন ইচ্ছা নেই। খুব বেশি হলে একবার ভেবে দেখি, যেটা শুনছি, সেটা কতখানি ঠিক, যদি ঠিক মনে হয় তাহলে মেনে নেই। না হলে অগ্রাহ্য করি। এমন ন যে লোকের বাজে কথা বন্ধ হবার জন্য কিছু করি, বা যা বলেছে বা যে বলছে তার মুখ বন্ধ করার জন্য চেষ্টা করি। কি দরকার।

কে কি ভাবছে এত কিছু দেখার আমার সময় কই। তারচেয়ে বরং আমি নিজের কাজে মন দেই। আমি নিজে কারো সম্পর্কে খারাপ কিছু বলিনা। অন্যের কাছ থেকেও সেটাই আশা করি। আমি কিছুটা ধার্মিক, আল্লাহর উপর ভরসা রাখি।

আল্লাহ আমাকে সব কিছুতে পথ দেখান, সাহায্য করুন এটাই চাই। আমি জানি, কেউ যখন প্রথম কারো সম্পর্কে জানে বা প্রথম পরিচিত হয়, তখন শুরুতে তাকে যদি অন্য কেউ বাজে মন্তব্য দিয়ে পরিচয় করিয়ে দেয়, তাহলে কোন কারন ছাড়াই নতুন লোক সম্পর্কে তার খারাপ ধারনা হবে। খুব ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ না হলে এই খারাপ ধারনা আর কাটে না। তাই ভাবছি লোকের কথা একেবারে না শুনলেও চলেনা। আর শুনে নিজের মতোন করে চিন্তা করার ক্ষমতাও নষ্ট হয়ে যায়।

সব কিছুর মাঝে সঠিক সিদ্ধান্ত নেয়াটা বেশ কঠিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।