সেদিন কোন এক বইয়ের সমালোচনায় পড়লাম---
''লেখক সমাজের নীচু শ্রেনীর মানুষদের সুখ , দুঃখ,আনন্দ, বেদনা সাবলীল ভাবে তার শক্তিশালী লেখার মাধ্যমে তুলে ধরেছেন....''''
এর মানে কী?
যারা গরিব মানুষ তারাই নীচু শ্রেনীর মানুষ?
আর যেসব দুর্নীতিবাজ চোরের বাচ্চাগুলো কোটি কোটি টাকা কামিয়ে সম্মান কামানোর জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হয়, আর বড় বড় গলাবাজি করে --- তারাই সমাজের উচুঁ (!) শ্রেনীর মানুষ?
তারা যদি উচুঁ শ্রেনীর মানুষ না হয়, তবে সমাজে নীচু শ্রেনী বলেও কিছু নেই।
মানুষ আবার উচুঁ নীচু হয় কেমন করে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।