আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ম হোক যথাতথা কর্ম হোক ভালো [কর্মহীনের ধর্ম ভাবনা, জামাতী ইসলাম আর ইসলাম একনয়]

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

১. ধর্ম বিষয়টা নিয়ে মাথা অযথা ঘামানোর প্রয়োজনীয়তা হারিয়েছি শৈশবে । ঈশ্বরের বদনতায় আমি জন্মগতভাবে মুসলিম । আর মধ্যবিত্ত মুসলিম পরিবার হওয়ায় কিংবা আমার পিতামাতার ধর্মের ব্যাপারে অসম্ভব শ্রদ্ধাবোধ তাকায় ধর্মের পাঠখড়ি শৈশবেই ।

তবে আমার বাবা-মা ধর্মান্ধ নয় । শৈশবে ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ এবং বিশেষ করে মুসলিম হয়ে জন্মগ্রহণ করায় আমি ইশ্বরের কাছে অশেষ কৃতজ্ঞ । বিশেষ করে যারা অন্যধর্মের পিতামাতার সন্তান আমি তাদের মতে ভাগ্যহত নই এই ভেবে । আর এই বোধটাই আমাকে বারবার প্রশেনর সম্মুক্ষীন করেছে । এই প্রশ্নটা শৈশবে যখন আমার বাবার কাছে করেছিলাম আমার অন্যধর্মের বন্ধুরা ভুল করছে তারা তো দোযখে যাবে কিন্তু তারা তো কেউ নিজের ইচ্ছায় অন্য ধর্মাবলম্বী নয়, এর উত্তরে আমার বাবা খুব চিন্তিত হয়ে যে উত্তর দিয়েছিলেন তাই আমার কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে ।

আমার বাবা খানিকটা ইশ্বরের ইপর ভরসা করে বলেছিলেন সবই তার ইচ্ছা আর কোড করেছিলেন, ধর্ম হোক যথাতথ কর্ম হোক ভালো । আর হয়তো নিজেও চিন্তিত হয়ে পড়েছিলেন কিংবা বিব্রত, সে বয়সে আমার তা বোঝার সাধ্য হয়ে উঠেনি । ২. আমার এক বন্ধুর ইদানিং ধর্ম নিয়ে বেশ আগ্রহ বেড়েছে । সে ধর্মের ব্যাপারে নানারকম বই, তর্জমা খুজছে এবং পড়ছে । আমার অন্তর্জালিক যোগাযোগ বেশী থাকার কারণেই হয়তো জিজ্ঞেস করল , কি ধর্ম নিয়ে তোর ভার্চুয়াল জগতে কেমন জিনিসপত্র আছে ?? সাথে সাথে আমি জ্ঞানীর মতো উত্তর দিলাম গুগ... সে থামিয়ে দিয়ে বলল, বাঙলায় ।

আমি মাথা চুলকাতে চুলাতে চিহ্নিত হয়ে পড়তে যেয়ে ঝট করে উত্তর দিয়ে দিলাম দেখিস এই ব্লগেঃ http://www.somewhereinblog.net..... সে আশ্চর্য হয়ে যাবার আগেই আমি বলে দিলাম , ধর্ম খুজে না পাস অন্ততঃ দু-চারটে ধর্ম ব্যবসায়ি তো পাবি । ব্লগে ধর্ম নিয়ে নানা কম্ম চলছে । ভাবলাম ধর্ম নিয়ে একটা পোস্ট দেই । কিন্তু ইসলাম আর জামাতী ইসলাম নিয়ে যেভাবে যা চলছে তাতে আমি মহা চিহ্নিত । যে বিষয় গুলো নিয়ে বেশী চিহ্নিত সেগুলো হচ্ছেঃ ১. ব্লগ কি ধর্ম বিষয়ক ব্লগে ? ২. সে ধর্ম কি ইসলাম না কি জামাতী ইসলাম ?? ৩.ধর্ম বিষয়ে যদি ব্লগ কর্তৃপক্ষ এতো স্পর্শকাতর হন তবে ধর্ম নিয়ে এই বাড়াবাড়িকে প্রশ্রয় দেবার মাজেজা কি ?? ৪. তবে ইহা জামাতী ইসলামীদের প্রোপগান্ডা চালানোর ব্লগ?? আর জামাতী ইসলামীদের হুংকার দেখে মনে হচ্ছে ভবিষ্যতে কোন রাষ্ট্রীয় আবেদন পত্রে ধর্মের ঘরে যে অংশটি থাকে তা লিখতে জামাতী ইসলাম ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.