mahbub-sumon.com
জামায়েত পন্থি পেশাজীবিদের দাবী " মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নেয়া অপরাধ ছিলো না"
খবরটির প্রথম সন্ধান পাই অন্য এক ব্লগসাইটে ঢুঁ মারতে গিয়ে। মোহাম্মদ জুবায়েরের পোস্ট থেকে প্রথম আলোর লিংক, এবং সেখান থেকেই বার বার পড়লাম। আজ কাল এ সব সংবাদে অবাক না হলেও প্রথম আলোর খবরটি পড়ে শরীর কেনো জানি প্রচন্ড রাগে জ্বলে উঠছে ,অসহ্য এক অসহায় অনুভূতি। খবরটি পড়তে চাইলে ক্লিক করুন প্রথম আলো এখানে।
দেখুন বাড়তে বাড়তে জারজ রাজাকাররা আজ কোথায় এসে পড়েছে।
দুধ- কলা দিয়ে পোষা সাপ আর ছোবল দেয়ার জন্য ফোঁস ফোঁস করছে। তারা আজ বড় গলায় বলতে সাহস পাচ্ছে, 'যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নেওয়া অপরাধ ছিলো না।'
দুটি দেশের মধ্যে যুদ্ধের সময় শত্রুর পক্ষ নেওয়া অপরাধ না হলে অপরাধ কোনটা?
তাহলে কি মুক্তিযোদ্ধারাই অপরাধী?
পরাজিত অপশক্তিগুলো নয়?
স্বাধীনতা বিরোধী জামাতি ও অন্যান্য ইসলামজীবি দলগুলো নয় ? !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।