আমি অতি সাধারন ধ্রুব। নিজেকে মানুষ ভাবতে ভালবাসি। ভালবাসি কবিতাকে। কবিতা মূলত আমার নেশা , পেশা ও প্রতিশোধ গ্রহনের হিরন্ময় হাতিয়ার। যেখানে অবলীলায় অবরুদ্ধ আমার বাস্তবতা, সেখানে উপাসনায় জাগ্রত সদাই আমার কবিতা।
বেঁচে থাকতে চাই একটি পরিপূর্ণ মানুষ হিসেবে। ভাল আজ হেফাজতে ইসলামের ১৩ টি শর্ত সম্পর্কে অবগত হলাম এবং একাধারে এই সিদ্ধান্তে উপনিত হলাম যে , আর যাই হোক এদের কে কোন ভাবেই সমর্থন করা যায় নাহ বরং এদের কে প্রতিহত করা আমাদের ঈমানী দায়িত্ব!
হেফাজতে ইসলাম - জামায়েত ইসলামের দ্বিতীয় গ্রুপ এটা এখন পুরোপুরি স্পষ্ট! হেফাজতে ইসলামের সকল ভাবনা শাহবাগ কেন্দ্রিক- তারা কোন ইসলাম প্রতিষ্ঠার মহৎ উদ্দেশ্য নিয়ে লং - মার্চের ডাক দেয় নি, তাদের একটাই উদ্দেশ্য জামায়েত-শিবির কে ক্ষমতা ফিরিয়ে দেয়া এবং যুদ্ধাপরাধীদের মুক্ত করে স্বাধীন বাংলাদেশ কে তালেবানি রাষ্ট্রে পরিনত করা! তাদের সকল টাকা ও ক্ষমতার উৎস যে জামায়েত-শিবির তাও প্রমাণিত! এরা আমাদের স্বাধীনতা কে স্বীকার করে না, এরা স্বীকার করে না "৭১" কে, এরা ৩০ লক্ষ শহীদ কে সম্মান দিতে জানে নাহ, এরা স্বাধীনতা বিরোধী - দেশদ্রোহী ও ধর্ম ব্যাবসায়ী! এরা "৭১" এ বলেছিল পাকিস্তান ভেঙ্গে গেলে দেশ থেকে ইসলাম চলে যাবে , এরা ইসলামের নামে "৭১" এ খুন, ধর্ষণ , লুটপাট , অগ্নি সংযোগ করেছে। এরা এখনও তাদের ধারা অব্যাহত রেখে অসম্প্রদায়িক বাংলাদেশ কে ধর্মীয় ব্যাবসার দোকান করার নীল নকশা এঁকে চলেছে! এরা ধ্বংস করে দিবে আমার সংস্কৃতি , আমাদের অস্তিত্ব। যারা স্বাধীন দেশে , পরাধীনতার অয়োময় বাঁধনে জাতি কে বন্দী করার প্রচেষ্টায় সচেষ্ট হয়, তারা আর যাই হোক দেশের শুভাকাঙ্ক্ষী না, যারা ক্ষমতার লোভে ইসলাম কে নিয়ে ব্যাবসা করে তারা আর যাই হোক , ইসলাম প্রেমী নাহ।
একজন বাংলাদেশের নাগরিক হিসেবে , একজন মুমিন মুসলমান হিসেবে - আমি এদের প্রতিহত করবো, এটা আমার ঈমানী দায়িত্ব - এটা আমার ত্রিশ লক্ষ শহীদের রক্তের প্রতিদান।
আপনি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী হলে- এদের রুখে দিন। এটা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। ।
"এ লড়াই বাঁচার লড়াই-
এ লড়াই জিততে হবে"
হেফাজতে ইসলামের এই জঙ্গিবাদী লং- মার্চ মানি না। এটাই হোক আমাদের শ্লোগান।
।
জয় বাংলা। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।