যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
সাবাশ ঢাকা বিশ্ববিদ্যালয়!! রায় প্রত্যাখান । কোনো ছেলেভুলানো রায় নয় চাই সহজভাবে- সকল মামলার প্রত্যাহার ।
সরকার নাকি কোন বিশেষ মহল, জানি না ।
কাদের বুদ্ধিতে, কাদের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি কিংবদন্তী প্রতিষ্ঠানকে নিয়ে সরকার ছেলেখেলায় মেতে উঠেছে , আমার জানা নেই । তবে যেই হোক এই শিশুসুলভ কর্মের ফলাফল, ভালো হবার নয় । তা দেশের জন্য অবশ্য খারাপ হবে । শিশুদের এমন আগুন নিয়ে নাড়াচাড়া আমাদের বিপদে ফেলবে ।
এসকল হীন উদ্দেশ্যে দেশের বিচার বিভাগ, দেশের ইতিহাসের স্রষ্টা প্রতিষ্ঠান নিয়ে লেজে-গোবরে যে অবস্থা তার অবসান হোক ।
মামলা প্রত্যাহার না করা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এসব রায় ছেলেভুলানো কথা আর মানবে না ।
তাই আগে মামলা প্রত্যাহার করো ।
নইলে সুষ্ঠু এবং সঠিক বিচার করো । কারা শিক্ষকদের-শিক্ষার্থীদের নির্যাতন করল । গ্রেফাতারের নামে ব্ল্যাকহোলে নির্যাতন চালালো ।
কোন জানোয়ারের রক্তচক্ষু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শাসাতে চায় !!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।