আমাদের কথা খুঁজে নিন

   

হলুদ সাংবাদিকতা!! কাল সাংবাদিকতা!!!



প্রথমটার কথা সবাই জানেন। সংবাদ এবং সাংবাদিক একটা সুষ্ঠ সুন্দর গনতািন্ত্রক দেশের জন্য কি ভীষন গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কষ্ট পাই যখন দেখী তাদের লেখাও প্রকৃত বস্তুনিষ্ঠতা হারিয়ে ফেলে। যখন দেখী মালিক পক্ষের চাপে সত্য রিপোর্টো প্রকাশ করা যায় না। তবে এই দুখী সাধারন মানুষের ভরসা আর কোথায়? নাকি এই ভাগ্যলিখন বলে মেনে নেয়া।

মিরপুরের শ্রমিক আেন্দালন নিয়েই মূলত এই লেখা। তারা বাহ্যত কোন ব্যানারে নয়, কেবলই নিজেদের প্রয়োজন আর প্রতিবাদে পথে নামা। বারবার প্রতিশ্রুতি আর তা ভংগের ইতিহাসের পুনরাবৃতিতে ত্যাক্ত -বিরক্ত। কিন্তু তারা হত হচ্ছে। আ নি সব প্রকারেই।

লোক বলছে লাশ গুম নীতিও চলছে। পুলিশের লাঠিচার্জের যে ছবি প্রকাশিত হয়েছে... তার রকমফেরেই কষ্ট। কেউই একে সেই তাৎপর্যপূর্ণ গুরুত্বে নেননি যাতে শ্রমিকেরা উপকৃত হত। অথচ আগে দেখেছি যার যার পক্ষের পত্রিকাগুলো তাদের লিড আইটেমে দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে ফেলতেন। তবে কি সব কিছুই কেবলই স্বার্থের ডোরে বাঁধা, আমার মতোই।

যেমন আমিও এই লেখাটা লিখেছি স্রেফ মনোকষ্ট থেকে মুক্তি পেতেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।