আমাদের কথা খুঁজে নিন

   

দেয়ার ইজ নাথিং কল্‌ড্‌ ব্যাড পাবলিসিটি।

যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

উপরের কথাগুলো কোথায় যেন শুনেছিলাম। মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে দেখলে কথাগুলো হয়তো ভয়ানক ভাবে সত্যি। কিন্তু লং-টার্ম বিবেচনায় কি সেটা সত্যি? মনে হয় না। একটা উদাহরণ দেওয়া যাক।

আমেরিকার বিভিন্ন তারকাদের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে কিছুদিন পর পরই তাদের কেউ না কেউ উদ্ভট আচরন করে খবরের কাগজের প্রথম পাতায় চলে আসছেন। কেন এমনটি করছেন তারা? কারণটি হচ্ছে যে তারা আমাদের মনোযোগ প্রত্যাশী, যদিও সেই মনোযোগ তাদেরকে কিনতে হয়েছে নিজেদের ইমেজের বারোটা বাজিয়ে। যেহেতু "দেয়ার ইজ নাথিং কল্‌ড্‌ ব্যাড পাবলিসিটি", যে কোন মূল্যে পাবলিসিটি পেলেই তারা খুশী। কিন্তু তারা যদি শুধু এই জাতীয় উদ্ভট কার্য্যকলাপ দিয়েই আমাদের মনোযোগ আকর্ষণ করতে চান, এমন একটি সময় আসবে যখন মানুষ আর এই জাতীয় খবর পড়বে না। তখন কি হবে? ইতিমধ্যেই তারা নিজেদেরকে একটি খারাপ ইমেজ দিয়ে মুড়ে ফেলেছেন যেখান থেকে তারা আর বেরিয়ে আসতে পারবেন না।

একই ভাবে এই ব্লগ সাইটটির একটি নিয়মিত ব্যাপার হচ্ছে গালিগালাজ বিনিময়। উত্তেজনার বশে এবং ভার্চুয়াল নামের আড়ালে থাকার কারণে আমরা কোন কিছু লিখতে সংকোচ করিনা বা ভয় পাইনা। অতএব আজেবাজে কথা বলাটা চলেই আসছে। এমতবস্থায় যদি আরো উসকে দেয়ার মত কোন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে কি হতে পারে তা আমরা সম্প্রতি দেখেছি। প্রথম পাতা ভরে গেছে অশ্লীল কথায়।

ব্লগারের পর ব্লগার পোস্ট করে যাচ্ছে একই জিনিস। এই সাইট টিতে নিশ্চয়ই ট্র্যাফিক বেড়েছে অনেকগুন (যেহেতু মজা দেখার লোকের অভাব নেই কোথাও)। কিন্তু এই রকম একটি পাবলিসিটি কি একটি ব্লগ সাইটের জন্য মংগলময়? আমার তো মনে হয় না। ব্যাড পাবলিসিটি কোনভাবেই ভাল হতে পারেনা। আমি এই ব্লগ সাইটটির কথা পড়েছিলাম খুব সম্ভবতঃ "প্রথম আলো"তে।

অন্যের ব্লগ পড়তে পড়তে এক সময় নিজের কথা গুলো লিখতেও ইচ্ছে হয়েছে। সে লেখা পড়ে অন্যেরা মন্তব্য করেছেন যা আমি কৃতজ্ঞতার সাথে গ্রহন করেছি। অন্যের লেখা পড়ে আবেগে চোখ এ জল এসেছে, কিংবা আরো তথ্যসমৃদ্ধ করেছি নিজেকে। আমার অন্য বন্ধুদেরকে বলেছি এই সাইটটির কথা। হয়তো তারাও কেউ কেউ লিখবে এখানে কোনদিন।

কি চমৎকার একটি প্ল্যাটফর্মঁ! কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী আমাকে ভাবাচ্ছে। এমনি একটা পরিবেশ কি ভাল ব্লগের জন্য? আমাদের স্বাধীনতার কথা নিয়ে তো কোন বিতর্ক চলে না। স্বাধীনতাকে বাদ দিলে আমি নিজেই তো আর আমি থাকিনা। এমন একটি ব্লগ সাইট যেখানে স্বাধীনতা নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে বিরুদ্ধ কথনকে প্রশ্রয় দেয়া হয়, সেখানে কারা থাকবে শেষমেশ? স্বাধীনতার পক্ষের ব্লগাররা প্রথম প্রথম হয়তো গালি দেবে, বা ফ্লাডিং করবে, কিন্তু তারপর? তারপর তারা চলে যাবে অন্য কোথাও। অভিমানে, দুঃখে এবং বিতৃষ্ণায়।

সেটা কি ভাল হবে? আমার মনে হয় না। মতপ্রকাশের স্বাধীনতায় আর দশজনের আমিও বিশ্বাসী, কিন্তু সেই স্বাধীন মতপ্রকাশ যদি আমার দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে, লাখো মানুষের রক্তদানের যৌক্তিকতা নিয়ে উপহাস করে, এবং এই জাতীয় মতপ্রকাশকে যদি নিয়ন্ত্রন না করা হয়, তাহলে একজন অক্ষম মানুষের প্রথমে গালি দেওয়া এবং পরে চলে যাওয়া ছাড়া আর কি করার থাকতে পারে? যে স্বাধীনতার কারণে আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক এবং স্বাধীন মত প্রকাশে সক্ষম, সে স্বাধীনতা সকল বিতর্কের উর্ধে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.