আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগারদের নববর্ষের খেতাব ও শুভেচ্ছা.........

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

আমার প্রিয় লিংক থেকে নির্বাচিত কয়েকজনকে হ্যাপী নিউ ইয়ার ····খেতাব দেওয়াটা খুব জরুরী। আমি জানি আমার উদ্যাক্ত এই চাওয়াটাকে বড় বাঁকা চোখে দেখা হবে। তবু বলবো · · এ দেখাই শেষ দেখা নয় তো। নবাগত ২০০৮ সাল ·· কৌন জানে ক্যাহা ওগা। যো বি হো , যাহা বি হো ····খুশ রেয়না।

ইংরেজীতে সবার প্রতি থাকলো ‘ হ্যাপী নিউ ইয়ার ’। বিঃ দ্রঃ খেতাব পড়া শেষে যে কোন ধরনের গালাগাল ( বিশ্রী ভাষায় অথবা ভালোবাসায় ) , কটুক্তি, উস্কানীমূলক আচরন, বিদ্বেষমাখা কথাবার্তা · · ইত্যাদি সাদরে গ্রহন করা হবে। কারো প্রতি আমার কোন নিউ ইয়ার ক্ষুভ নেই। সর্বস্বত্ব ভাস্কর চৌধুরী এ্যাট দা রেইট অফ নিউ ইয়ার ডটকম এ সংরক্ষিত থাকলো। দেশের হারিয়ে যাওয়া নববর্ষের খেতাব নামের সংস্কৃতির প্রচলন কবে হয়েছিল আমার জানা নেই।

তবে খেতাব পড়ে রাগারাগির প্রচলন এখনো যায়নি। তাই ব্লগে এই খেতাব পড়ে যতই রাগারাগি হউক। আমি কিন্তু রাগ ইমনকে দিয়ে হ্যাপী নিউ ইয়্যারের খেতাব শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম *রাগ ইমন- ডাক্তারি করেন ভালো কথা, ভালোবাসার পোষ্টমর্টাম কবে করবেন? *সুমি - বিদেশ গিয়া বন্ধু তুমি ,আমায় ভূইলো না *মানবী- আমাকে রেখে অন্যত্র···একটুও মানবতা নেই তোমার। *নাসিমা- গত বছর ছিল হাসিনা খালেদার, এ বছর নাসিমার।

*সাহানা- শুনেছি কালো বিড়াল দেখলে নাকি, বিপদ আসে। *শিখা- চশমা দিয়ে আর কতকাল নিজেকে আড়াল করবেন। *অদিতী - মনে মনে অদ্বিতীয়, আসলে····· *শ্যাজা- সাম্মা জ্বালায়ে রাখ না.··ব্লগে আপনাকে দরকার আছে। *জয়িতা- খবর কিতা,নতুন বছর আইছে ন্যু *চতুরভূজ- সব ভালো যার শেষ ভালো তার,অতএব···· *শতরুপা- রুপের বাহার তো দেখলাম না···শুধু শুধু। *আইরিন সুলতানা- চালিয়ে যান ··একদিন সব হবে।

*জ্বিনের বাদশা- কোন দেশের বাদশা···ঠিকানা দেন একবার। *আমার আমি- শুধুই কি আমার আমি,আর কেউ নয়? *ত্রিভুজ- ব্লগে ভূজন হয়না বুঝি আর··তাই তো ? *জেবতিক আরিফ- সবাই তো চেনে আরিফ জেবতিক হিসাবে···নাম টা খুব চেনা *প্রচেত্য- টেলি সংলাপ ভালো লাগে···ভাই এগিয়ে যান,আমরা আছি। *মিসকল- মিসকলে আর জ্বালাতন , ভালো লাগে না। *সাইমুম- সাইয়া দিল মে আনা রে··নামটা চমৎকার। *রিজভী- রোজ বিকেলে বিনোদনের আশায় বসে থাকি।

*প্রকৃত প্রেমিক- কোথাকার আপনি , বনের না কি মনের প্রেমিক। *ওয়েছ খছরু- আরে শ্যালা , দিছ না আর জ্বালা। *সৈয়দ আমিরুজ্জামান- ভন্ডামী ছাড়েন, এখনো মাইনকা ছিপায় পড়েন নি। *মদন- ও বাই ··ম-দ-ন। কিছু একটা কন *হমপগ্র- হমপগ্র···মানে টা কি ভাই? *সারওয়ার চৌধুরী- বিদেশ থেকে কিছু একটা পাঠান··ভালো সুগন্ধি? *মানুষ- কেমন মানুষ আপনি ··এতদিনেও জানতে পারলাম না।

*অমি রহমান পিয়াল- হ্যালো টুয়েন্টি ফোর ? *সালাহউদ্দীন মুহম্মদ সুমন- কবি কবি ভাব , আসলে ·····? *মোস্তাকিম রাহি- রাত পোহাবার কত বাকি, জনাব রাহি? *কপালিক- কপালে যা আছে ,তাই হবে ২০০৮ সালে,একটু ধর্যø ধরেন। *কালপুরুষ- কতকাল ভাসতে হবে অনিশ্চয়তায় , হে পুরুষ। *উদাসীস্বপ্ন- স্বপ্ন গুলো জড়ো করেন, উদাস লাগবে না। *জুয়েল বিন জহির- আর দেরি কেন,এখন বিয়ের ধুম পড়েছে··অতএব কবে আসবো *মাশা- ঘুরে ঘুরে আর কত পাশা খেলবেন। *পাঞ্জুম শাহ- শাহ্‌ বাবা , একটু দোয়া দিয়ে যান।

*ত/ত- উচাঠনও মন····· ঘরে রয়না। *এক্সিমো- সাহস আছে ভাই ,তবে সাবধান থাইক্যান,যা দিন কাল পড়েছে। *ইমন০০৭- এবার কোজআপ হতে পারবেন তো? নাকি·········· *অনিশ্চিত- চিরকাল কি অনিশ্চয়তায় থাকবেন, নাকি ? *জিহাদ - মরলে শহীদ বাঁচলে গাজী *বাবুই- বাবু জি জারা দিরে চলো· *আহমেদ ফারুক - লিখিলে লিখিতে হইবে,পড়িলে পড়িতে হইবে *মুজিব মেহেদী- কে বলে মুজিব লোকান্তরে····? *সামী মিয়াদাদ- নামটা যেনো পাকিস্তান মার্কা,ক্রিকেট খেলেন নাকি *এবি+- মাইনাস না হলে খুশি হবো। *ধুসর গোধূলি- নববর্ষে গোধূলী লগ্নে দেখা হবে নাকি। *অচেনা বাঙালী - চেনা চেনা লাগে,তবু অচেনা।

*নিলু- এই নীল মনিহার , এই স্বর্ণালী বিকেল , তোমায় দিলাম ,মনে রেখো। *অনুনাদ- ও ভাই আপনি কি অনুবাদক। *কবিতা বালিকা- কবিতা তোমায় আজকে দিলাম ছুটি,ুধার রাজ্যে···? *মুকুল- কবে যে ফুটবে গাছে বকুল! যদিও সরা! চলবে.....................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.