প্রথমত, ২টি বিচি কোন ঐশি শব্দ নয় যে এর ব্যাতিক্রম করা যাবেনা। খাসী মোরগের মাংস বেস উপাদেয়।দ্বিতীয়ত, ২টি অন্ডকোষ হলে মহান, আর ১টি হলে হলে এ মহত্ব হ্রাস পাবে সে সুযোগ নেই। খাসির কোন বিচি নাই, এটি তাত্পর্যপূর্ণ।
তৃতীয়ত,বছরের পর বছর নির্বিচারে খাসী কোরবানি চলছে, এটা ট্র্যাডিসন। আমাদের কোরবানিতে ট্র্যাডিসন ঠিক রাখার জন্য খাসী করন বাড়াতে হবে।চতুর্থত, খাসী করন জরিপের মাধ্যমে নিরুপিত হয়েছে,এটা খাসীর মাংসের লাভারদের যুক্তিপুর্ন বক্তব্যের বহিপ্রকাশ। পঞ্চমত, খাসীর মাংস খাবার দাবী এটিই যে প্রত্যেকটি খাসী হবে বিচিহীন। এ যুক্তির বিচারে, আমরা বেশী খাসী চাই।
ব্লগের ছাগলগুলানকরে খাসী করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।