রাখাল বালক সারা গ্রামকে জড়ো করতো বাঘা আসছে, বাঘ আসছে বলে। গ্রামবাসী এসে দেকতো এটা রাখাল বালকের দুষ্টমি এবং এটেনসন পাবার চেষ্টা। বাঘ কিন্তু একদিন আসছিল, রাখাল বালক চিতকারও দেসিল কিন্তু গ্রাম বাসী আর আসেনাই। আমাদের একানেও একই সমস্যা, মরে যেতে পারি, বিবাহ হচ্ছে, ওমুকের সাথে রাতে কথা বইলা দিনে সে মইরা গেলো কইয়া ব্লগ বাসী একন কিছুই বিশ্বাস করতে চায়না। তারা প্রশ্ন করে।
জবাবকে বিশ্লেষন করে। আর সেটাই স্বাভাবিক। আমরা বারবার প্রতারিত হতে চাইন।
আমি বলি কি যে অসুস্হ বা কেউ যে সুস্হ সেটা নিয়ে যারা প্রশ্ন করতেসেন তারাও এটা বন্ধ করেন আর যারা বিভিন্ন আব জাব পোস্ট দিচ্ছেন অসুস্হতা প্রুভ করার জন্য তারাও এটা বন্ধ করেন। ব্লগটা কি একজন মানুষের সুস্হতা বা অসুস্হতা আলাপ অথবা প্রুভ করবার জন্য।
আপনেরা যারা মনে করেন তিনি অসুস্হ, তাদের ব্যাক্তিগত যোগাযোগ আচে, সেভাবে সহানুভুতি প্রকাশ করে. যাগো বাঘ আসছে সমস্যা আচে, তারা পুরা ব্যাপারটা পাগলের পাগলামি বইলা স্বাভাবিক জীবন যাপনে ফিরা যান।
আমার কাছে মনে হইতাসে ব্যাক্তি পুজা বা ব্যাক্তি অভক্তি প্রুভ করার জায়গাটা ব্লগ না। তাই আমি আপনাদের সবাইরে ব্লগের ভবিষ্যতের জন্য। মনে রাইকেন ভাইরা কেউ মানসিক, শারীরিক অথবা ইনটেলকচুয়ালী আগাইতাসেন না রাখাল বালিকার বাঘ আসার গল্প নিয়া। যা হইতাসে রাখাল বালিকা বইসা বইসা মজা লুটতাসে।
আমরা কেন তারে মজা লুটতে দিমু?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।