ব্লগ সূত্রে কিছু রাম ছাগলকে আমার খোয়ারে রাখতে হয়। কখনো কাঠাল পাতা বা চিরতার পাতা ওদের দিতে হয়। ব্যাপারটা একটু অসাধারণ এই জন্যে যে, বাঙালি মধ্যবিত্ত কাউকে রাম ছাগল খোয়ারে রাকতে দেখা যায় না। প্রধান কারণ ল্যাক অব এ্যাডজাস্টমেন্ট ডিউ টু ছাগলের বোটকা গন্ধ। বনেদী রাম ছাগলদের গন্ধ আর কাজ কারবার পুরা জংলী ছাগলের মত।
আমার ব্লগের ছাগলদের আজব চিড়িয়া মনে হয়। স্বাধিনিতা দিবসে হলে সৌধে যাবে না, ফুল দেয়া জায়েজ নাজায়েজ তর্ক করবে, নিজামীর সাথে ঘুরবে আমার স্বাধিনতার চেতনার কথা শুনাবে। ইসলাম বলবে আবার রগ কাটবে। আবার মেয়েদের স্বাধিনতার কথা বলবে, তাদের সম্পদ বলবে, চার বিয়া সুন্নত কেন বলবে। এ আজব চিড়িয়াদের একমাত্র চিকিতসা গদাম লাথি।
আমি পারি আপনারাও পারবেন। ছাগল দেকলেই লাথি। আমি পারি বন্ধুগন তোমরাও পারবে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।