আমাদের কথা খুঁজে নিন

   

নিধিরামের সত্য কথন -১১ (ছাগুবাদ)



বর্তমান যামানায় একটা কথা বলা নিঃসন্দেহে বলা যেতে পারে সেটা হলো : বামপন্থী না হলে যেমন বুদ্ধিজীবীমহলে আতেঁল হওয়া যায়না তেমনি ছাগুবাদে বিশ্বাসী না হলে জামাতি মহলে নামী দামী হওয়া যায়না । ব্যাপারটা এখন অনেকটা ফ্যাশান হয়ে দাড়িঁয়েছে । নব্য ছাগুরা একদিকে যেমন আধুনিক ছাগলামিকে অস্বীকার করতেও পারছেনা অন্যদিকে ছাগুবাদকেও ফেলতে পারছেনা । সব মিলিয়ে জগা খিছুড়ি অবস্থা চারদিক । "ছাগুরা সময়ে কাঠাল পাতা খেললে লাদবে -কোন যুদ্ধপরাধী নেই বর্তমানে , সেই হিসাবে কামুরজ্জামান রাজাকার নয়- যদি আপনি মনে করেন কথাটি ছাগুবাদের তাহলে আপনি ভুল করবেন না।

ছাগুবাদ আজও জামাত শিবিরের একটি পূজনীয় মতামত। আপনি ভাববেন, যেখানে জামাতের মহানগর সমপাদক কামরুজ্জামান নিজেও কনফিউজড সেখানে আজকালকার ছাগুরা কেন এত বাড়াবাড়ি করে । কামরুজ্জামের প্রচুর রাজাকারি প্রমান আচে, সেটা কামরুজ্জামানও জানেন। দূর্ভাগ্য হলেও সত্য যে, ছাগুবাদ যতটা না লাদি সহায়ক হিসাবে ব্যবহার করা হয়েছে তার থেকে বেশি কাজ হয়েছে জামাতি আদর্শগত উদ্দেশ্য পূরণের জন্য । ছাগুবাদ একটি আধুনিক বাদ কাঠাল পাতা মানেই লাদি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.