ছাগল বিপ্লবের সময়ের এক মজার গল্প। বিপ্লবীরা তিনজন অপরাধীকে ধরে এনেছে। এরমধ্যে একজন ছাগল, একজন মাতাল, একজন দুরে আলাম। প্রথামত গিলোটিনে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হলো। তবে তাদের ছোট্ট একটা সুবিধা দেওয়া হল।
ইচ্ছা করলে তারা গিলোটিকে মাথা ঢুকিয়ে ওপরে তাকিয়ে থাকতে পারবে। নয়তো নিচের দিকে তাকিয়ে থাকতে পারবে।
প্রথমে এলো ছাগলেরর পালা। ছাগল বললেন, আকাশের দিকে তাকিয়েই তিনি গিলোটিনে মাথা রাখতে চান। যেমন কথা তেমন কাজ।
ছাগল গিলোটিনে মাথা ঢোকালেন। গিলোটিনের ব্লেডও ছেড়ে দেওয়া হল। কিন্তু গলা কাটা পড়ার ঠিক আগে, ইঞ্চিখানেক ওপরে এসে ব্লেড থেমে গেল। সবাই মনে করল, অলৌকিকভাবে ছাগল বেঁচে গেলেন। এরপর মাতালের পালা।
সেও আকাশের দিকে মুখ করে গিলোটিনে মাথা রাখার ইচ্ছা প্রকাশ করল। তাকে সেমতই দেওয়া হল। ঠিক আগের মতই ব্লেড ছেড়ে দেওয়া হল। কি অবাক কাণ্ড! এবারও ব্লেড ইঞ্চিখানেক ওপরে এসে থেমে গেল। বিষয়টি অলৌকিক, কিন্তু সে ব্যাপারে মানুষের মনে সন্দেহ দেখা দিল।
এবার দুরে আলামের পালা। একইভাবে তিনিও আকাশমুখো হয়ে গিলোটিনে মাথা রাখতে চাইলেন। প্রতিশ্রতি মত তাকে সেভাবে মরার অনুমতি দেওয়া হল। জল্লাদ যেই ব্লেড ছাড়ার লিভারে হাত দেবে, দুরে আলাম চেঁচিয়ে উঠলেন, "দাঁড়ান, দাঁড়ান, ব্লেডটা কেন আটকাচ্ছে তার কারণটা পেয়ে গেছি। "
দুরে আলাম ভাইর এর পরে কি হলো আপনারে ই বলেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।