ঝড়ের খবর আগে পায়
উছা গাছের ডাল
বানের খবর আগে পায়
যমুনার বোয়াল
ঘটনা হইল গিয়া ছাগলে যখন টের পায় কালকা তারে জবেহ দিবে সে শয়নে স্বপনে ছুরি আর তার জবেহকারীরে স্বপ্নে দেখে। যখন আওয়াজ পায় ভাবে এ আইলো, এই বোধহয় শেষ সময়। অধম প্রানী তারে কাঠাল পাতা দেওন হয়, সে ভাবে আরে এটা কি আমারে কালকা জবেহ দিব আজকা আবার খাওন দেয় কেন। আইচ্চা খাই, কাঠাল পাতার জবর টেষত, নিজেই কয় বেটা ছাগল কাল বাদে পরশু জবেহ দিবি আজকা ক্যান কাঠাল পাতা দেস।
তো আমাগো জামাতি ছাগলগুলানের দশা হইসে এরুম।
জবেহর সময় ঘনাইয়া আসছে, যা শব্দ পায় ভাবে এ আইলো, আর ম্যাতকার দেয় " আমার মালিক কি ছাগল আচিল" । "হাটের ম্যানেজার কেন জবেহর লাইগা ছাগল বিক্রি করে"। দুনিয়ার সকল দেশে ছাগল বিক্রি করনের পরে জবেহ দেওন মানা আচে। এসব কইতে কইতে হঠাত মনে পইড়া যায় তার পাকি ছাগল বেরাদর গো ৭১'র জবেহর কথা। তকন ম্যাতকার দেয় যে তাহার পাকি বেরাদরগো জবেহ দেহনের সময় দুইটা জবেহকারী আচিল এতে তার পাকি ছাগল বেরাদরগুলানের অসম্মান হইসে।
আর যাই করেন হে ছাগলের মাংস হালাল না দুই জনে মিল্যা জবেহ দিসে।
এসব কইতে কইতে দিন যায় মাগার ম্যাতকার আর থাকেনা। ছাগলের ম্যাতকার টা আচিল সবচেয়ে বড় বিনোদন। বিনোদন না থাকয় একদিন দিন আসল ছাগলরে কর্নারে নিয়া জবেহ দেওন হইলো। মাংসে বোটকা গন্ধ আচিল, মসলা পাতি দিয়া সিধা করল তারপর তিন ঘন্টা পরে "কামরুজ্জামান ছাগলয়াতনের" নিজামী শৌচাগারে ছাগল পুরীষে পরিনত হইল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।