একদা এক খরগোস আর কচ্ছপ দৌড় কম্পিটিশন লাগাইলো। খরগোশ অনেক আগাইয়া গিয়া দৌড়ে জিতিয়া গিয়াছে ধারনা করিয়া সংগীত গাইতে গাইতে বাইস্কোপ দেখিতে লাগিল। নিজেই দেখে আর নিজেই নাচে। এরপর কচ্ছপ একসময় ফিনিশ লাইনে পৌছাইলো এবং খরগোস বাইস্কোপ দেখিতে দেখিতে আর এক্সাইটেড হইয়া প্রি ম্যাটিওরড ইজাকুলেশন হইয়া গেলো। কচ্ছপ অবশ্য বাইস্কোপ না দেখিয়া এক্সাইটেড না হইয়া ফিনিশ লাইনে পৌছাইলো।
বাইস্কোপ দেখো
আনন্দ করো
শুধু অতি বাড় বেড়োনা
ঝরে পরে যাবে
অতি নাচা নেচো না
আগে পড়ে যাবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।