ছাগল স্ট্রীটের এক ছাগল নতুন একটি লেজ কিনেছে। সহছাগলদের দেখানোর জন্য সে লেজটি লাল রং করে রাখে।। ছাগলামি করবার সময় একটি বিশেষ ব্লগার গোষ্ঠি তার দামী লাল লেজটি কেটে দেয়।
বিপর্যস্ত ছাগলটি মোবাইলটা বের করে মডারেটরকে খবর জানায়। কিছুক্ষণের মধ্যে মডারেটর এলে ছাগল কাঁদতে কাঁদতে জানায়, "আমার লেজ, আমার সুন্দর লাল লেজটি শেষ হয়ে গেছে। পৃথিবীর কোন ছাগ চিকিতসক এটাকে আগের মত করতে পারবে না।"
ছাগলের কান্না শেষ হলে মডারেটর বলল, "আমি বুঝতে পারি না আপনাদের মত ছাগলরা এত লেজ বৈষয়িক হয় কী করে। আপনারা শুধু লেজ ছাড়া আর কিছু নিয়েই চিন্তা করেন না।"
ছাগল- "এমন একটা সময়ে একথা বলতে পারলেন?"
মডারেটর- "আপনি কি লক্ষ্য করেননি যে বিশেষ ব্লগার গোষ্ঠি আপনার বাঁ কানটি বিচ্ছিন্ন করেছে?"
ছাগলটা ভীত চোখে দেখে বলল, "তাতে কী হয়েছে, কিন্তু আমার নুরানি চশমাটি কোথায়?"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।