আমাদের কথা খুঁজে নিন

   

অহংকারী শান্তি

একটা পথশিশু বড় হবে আমার আঁচল ছায়___বিধাতা ইচ্ছাপূরণের একটা ক্ষমতা আমাকে দিও । অদ্ভুত সুন্দর কিছু দেখার মাঝে আলাদা একরকম অহঙ্কার লুকানো থাকে আর তাই বোধকরি মানুষ যুগ যুগ ধরে নিজে যা দেখে তা অপরকে খুব আগ্রহ নিয়ে দেখায় । । ''দেখো আমার আছে বা আমি দেখেছি বা আমি স্পর্শ করেছি'' কথাটা বলতে কেমন একটা শান্তিভাব আছে । শান্তির খোঁজে ছুটে চলা শরণার্থীদের যাত্রায় আমি একজনা ।

তাই আমি কেন ভিন্ন হবো ? এক কাতারে দাড়িয়ে ভিন্ন হবার কোন অভিলাষ আমার নাই । আমি সধারণ । আমার খুশি হতে খুব বেশী কছু চাইনা । সামান্য চন্দ্রস্নানে মুগ্ধ আমি তাই বার বার রানীর রুপে অভিভূত হবো তা আর বিস্ময়কর কি ??? স্পর্শে ধন্য রূপ বিস্মিত যুগল এই ফুলটার নাম আমি দিয়েছি দুপুর মণি । আমার অনেক ভালোবাসার একটা গাছ ।

এই ফুলটা ঠিক মধ্য দুপুরে ফুটতো । আর দুপুর গড়িয়ে বিকেল হলে পাপড়ি বন্ধ করে দিতো । ''কোন পরীর নিবাস । সন্ধ্যা হলেই পরী বাড়ির দরজা বন্ধ করেঘুম দিতো । '' ২/৩ বছর ধরে ফুলটা আর আসছেই না ।

পরী তবে আমার সাথে রাগ করলো ??? এ রাগ ভাঙ্গিবার উপায় কোথা পাই । এই ফুলটা আমার দেখা প্রথম ক্যাকটাস জাতীয় ফুল । সন্তান স্নেহের কিছুটা ভাব এর জন্য আমার আছে । পরীর মান যেন ভাঙে সেই দোয়া চাই ...............। (হে আল্লাহ ।

তোমার থেকে শ্রেষ্ঠ আর কে আছে ! তুমি হতে অধিক জানে এমন কেহ নাই । আমি একমাত্র তোমার দয়া চাই । যা হচ্ছে সব কিছু ভালো হচ্ছে । আমি জানি তুমি অপেক্ষা অধীক পরিকল্পনাকারী নাই । শেষ পর্যন্ত আমি শুধু তোমার সামনে দন্ডায়মান হবো ।

) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.