সব কিছু চুরি হয়ে যায়; সব স্বপ্ন; বিশ্বাস...
গতকাল এক পোলাপ কে খুন করবো ভেবে ওর গলা টিপে ধরেছিলাম। ওর সমস্ত সবুজে;সমস্ত সম্ভাবনায় ছড়িয়ে দিয়েছিলাম বিষাক্ত হাতের বিষ। কচি-তরুন পাতাগুলোকে ছিড়ে-খুড়ে ফেলেছিলো আমার হিংস্র আঙুল।
অথচ একটা কথাও বলেনি গোলাপ। না- কোন প্রতিবাদ;না কোন বিদ্রোহ! আজকালকার গোলাপেরা বুঝি বিদ্রোহ করতে ও ভুলে গ্যাছে! ওদের কেবল নিষ্পান হয়ে বেচেঁ থাকা!ওদের নিয়তি কেবল ইট-সুড়কির যান্ত্রিক পার্কে অপ্রয়োজনীয় হয়ে জীবনযাপন!
...অবশেষে একটা গোলাপের গর্বিত হত্যাকারী হলাম আমি। ...আমি মানুষ! প্রচলিত মানুষের কাজ-ই তো 'সুন্দর' -কে খুন করা। আমি বা অন্যরকম হবো কেন?
...গোলাপের ক্ষমতহীন দেহ টা দেখে বুকের ভেতর বেড়াল লাফিয়ে ওঠে!!!গর্বে ভরে ওঠে মনের ঘরে লুকনো হিংস্র কুকুরটা!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।