তবে একলা চলরে.......
আমার এক প্রতিবেশী মেয়ের স্বামী। আসল নাম কখনো জিঙ্গাসা করিনি ।
তাকে নিয়ে সবার বেশ কৌতুহল । খুবই সহজ সরল বলে মনে হয় । সবাই তাকে জামাত মিয়া বলে ডাকে ।
কথাটা যখন আমার কানে এল, আমারো কৌতুহল হল । আসল ব্যাপারটা কি জানার জন্য এলাকার ছেলেদের বললাম । ছেলেরা বলল জামাই লোকটি নাকি জামাত করে। তাই যখন তিনি শশুর বাড়ীতে আসেন, ছেলেরা তাকে জামাত মিয়া বলে খেপায় ।
আমার সামনে একিদন এই ঘটনা ঘটলো ।
জামাই নালিশ জানালো আমাকে ।
আমি কি বলবো ইতস্ততঃ করলাম । হাসলাম । ভাবলাম,আমি তাকে কি বলে ডাকি । জামাত মিয়া নাকি জামাতা মিয়া ? ---------আপনারাই বলুন ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।