আমাদের কথা খুঁজে নিন

   

অঙ্গীকার

আমি চলছি পথ একা,আমি চলব পথ চলব।যেথা মৃত্যু বিভীষিকা অবিরাম............বিপদ সংকুল পথ.........

নিত্য দিনই মনে পড়ে তাহার মুখ বিবর আখি মিলনেই পুলকিত হৃদয়ে চকিতাম। হৃদয় জপিত তুমি সুন্দর তুমি মনোহর, তুমি মোর হৃদয় অন্তর। দেখিয়া তাহারে শত ব্যাকুলতায় কইতাম ছল ছল আখিত কথা, প্রতি বাক্যে বুঝাইয়া দিতাম হৃদয়ের অনন্ত ব্যথা। চাহিয়া মোর পানে হাসিতো সে রক্তিম লাজে, উফ কি মাদকতা ছড়াইয়া দিত সে ময়ূরী নৃত্য সাজে। তার লাগি অঙ্গীকার মোর চিরদিন ভালবাসার, চাই তারে হোক তা পরপারে 'শোন বিশ্ব বাসী সে একদা হইবে আমার'।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।