আমার এই পথ চলাতেই আনন্দ
নেতা যখন নির্বাচিত হয়ে যান তখন তাঁর কাছে কি কোেনা কষ্ট অনুভুত হয়? প্রশ্নটা শুনে রাগ করবেন না । আমাকে এই মুহূর্তে একটা দ্বায়িত্ব দেয়া হলে আমার অবশ্যই কষ্ট লাগবে । কারন যদি আমি কাজটি না পারি? যদি আমার কোন ভুল হয়?
আমি প্রথম যে প্রশ্নটি করেছি তার উত্তর আপনি কী দিবেন? নিশ্চয়ই না বলবেন। কারন আমরা দেখেছি আমাদের নেতারা বিজয় উল্যাসে কেঁদে ফেলেন। তাঁরা জনতার অভিমুখে তাৎক্ষনিক ক্ষমতার প্রভাব কেমন হওয়া উচিৎ তা প্রকাশ করে ফেলেন।
তারা দ্বায়িত্ব পাওয়ার জন্যে প্রচুর অর্থ ব্যয় করেন । তো তাহলে উনি ( আমার দ্বারা নির্বাচিত ব্যক্তি) টাকা দিয়ে এ রকম একটি দ্বায়িত্ব সবার কাছ থেকে চেয়ে নিলেন! পারবেন তো?
একচুয়ালী মুল কথা হলো নেতারা জানেন না তাঁর দ্বায়িত্ব কী। তিনি শুধু ক্ষমতা বুঝেন । অর্থের লোভে বিবেকহীন হতে পারেন।
কিনতু তাকে জানা উচিত , নেতৃত্ব মানে দ্বায়বদ্ধতা , নেতা মানে অনেক মানুষের কাছে জবাবদিহিকার অঙ্গিকার করা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।