আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রের স্যাবোটাজ খেলা আর সংগ্রামের গল্প...

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

প্রথম যখন নুলিয়াছড়ির সোনার পাহাড় পড়ছিলাম তখন রীতিমতো শিহরিত হইতাম তার প্রত্যেক ছত্রে ছত্রে। মনে হইতো জীবন মানেই তো এইরকম...এই কাহিনীর লেখক আসলেই স্বপ্ন দেখাইতে জানেন...মুক্তিযুদ্ধ নিয়া একটা উপন্যাস পূবের সূর্য্য পড়নের পর সেই স্কুল বয়সেই কেবল আবেগের বাড়াবাড়িতে আস্থাশীল না হওনের শপথ নিছিলাম...সেই শাহরিয়ার কবিরের বিরুদ্ধে অভিযোগ তৈরী করা হইলো তিনি এই দেশে অস্থিতশীলতা তৈরীর ষড়যন্ত্রে লিপ্ত...অধ্যাপক মুনতাসীর মামুনরে একজন ইতিহাসবেত্তা হিসাবে সর্বজনগ্রাহ্য ইতিহাস রচয়িতা মনে করি নাই...তা'ও প্রাণের চেয়েও প্রিয় ঢাকা শহরের অনেক গোপন খবর জানছি তার লেখা থেইকাই...ময়মনসিংহে সিনেমা হলে বোমা বিস্ফোরণ মামলায় তারে যখন গ্রেফতার দেখানো হইলো, তাতে কি কোন বিশ্বাস ছিলো কারো!? মনে হয় না...কয় দিন আগে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনরে অভিযুক্ত করা হইলো রাজনৈতিক দলের বাতাবহ হিসাবে দেশের ভেতরে এক গভীর ষড়যন্ত্রমূলক এক চক্রের সাথে তিনি ওতপ্রোত জড়িত। সারাজীবন যেই রাজনৈতিক চেতনায় উনি সোজা হইয়া দাঁড়াইছেন তার সব মিথ্যা হইয়া গেছে তাইলে! এইরম বহুত ঘটনার উল্লেখ করা যায় বিভিন্ন সময়ের উল্লেখে...আমার উপরোক্ত উদাহরণগুলি হয়তো কেবল গতো বিএনপি সময়কার হইলো...কিন্তু মিথ্যা সাজানো অনুমান নির্ভর রাজনৈতিক স্যাবোটাজ এই রাষ্ট্র ব্যবস্থার একটা পুরানা কৌশল। মুক্তিযুদ্ধ পরবর্তী অরাজক সময়ে রাষ্ট্র গুছাইয়া নেওনের সময়টাতে কিছু স্যাবোটাজ হয়তো প্রত্যাশিত ছিলোই...পুরা জাতি যখন মুক্তিযুদ্ধে বিজয়ের স্বপ্নে বিভোর তখন সুবিধাভোগীরা তার সুযোগ নিয়া কিছু করছে, যেইটা সামাল দেওয়া কঠিন...তাই ঐ সময়ে এরর'এর মাত্রা সহনীয়...কিন্তু তৎপরবর্তী সময়গুলিতে এইটা সামরিক শাসকগো অব্যবহিত হাতিয়ার ছিলো...তারা বিভিন্ন রাজনৈতিক নেতাগো নিজ দলে ভিড়াইছে মিথ্যা মামলা আর সত্য প্রলোভন দেখাইয়া। নব্বই পরবর্তী সময়ে যখন দেশবাসী ভাবলো এই বারে মুক্তি আসলো বোধহয়, তখন আসলে এই কৌশলের সীমা ছাড়াইয়া গেলো আরো দূর...বহুদূর...নিজের দলের বিদ্রোহীগো দলে রাখতেও একই অস্ত্র প্রয়োগ শুরু হইলো।

বিএনপি, তারপর আওয়ামি লীগ, তারপর আবার বিএনপি কালে এই বিষয়গুলি নিত্য নৈমিত্তিক ভাবে নতুন সব কাঠামো ধারণ করছে। এই দেশে পোলারাইজেশনের চেতনা...দলবাজীর চেতনা প্রসারিত হইছে...দলবাজীর চেতনা শাসকগোষ্ঠীর বেষ্টনী পার হইয়া সাধারন মানুষের চৌহদ্দিতে প্রবেশ করছে। সামাজিক সংস্কৃতি হিসাবে দাঁড়াইয়া গেছে এই স্যাবোটাজ স্যাবোটাজ খেলা...রাষ্ট্র আসলে কম্পিটিটিভ দুনিয়া দেখানের স্বপ্নে বিভোর করে প্রত্যেক নাগরিকরে, আর কম্পিটিটিভ-কর্পোরেট দুনিয়ায় আন-এথিকাল বইলা কিছু থাকে না। আজকে বিজয়ের মাসের দ্বারপ্রান্তে দাঁড়াইয়া মনে পড়ে সেইসব সাহসী মানুষের কথা...যারা স্যাবোটাজ স্যাবোটাজ না খেইলা আত্মদানের পথরেই সর্বোৎকৃষ্ট জীবন ভাবছিলো..যদি তা না হইতো তাইলে পৃথিবী তার ইতিহাস থেইকা হারাইতো অগুনতি দার্শনিক-বিজ্ঞানীরে। আলতাফ মাহমুদ যদি মুক্তিযোদ্ধাগো সাথে তার যোগাযোগের সুলুক সন্ধান দিতেন, তাইলেই বাঁইচা থাকতে পারতেন বাকীটা জীবন।

কিন্তু তার আর অমর হওনের সুযোগটা হইতো না। রাষ্ট্রের এই দমন নীতির পরেও হয়তো অনেক মানুষ তাগো চেতনাগত অবস্থানের কারনে টিকা গেছে...অনেকেই বাঁইচা থাকছে পশুর জীবনে...অনেকেই সুবিধাভোগী হইয়া রাষ্ট্রের অন্তর্গত পদলেহী সারমেয় হইছে...কিন্তু রাষ্ট্রের চরিত্র তাতে পাল্টায় না, পাল্টানের সংগ্রাম সে বরং নস্যাৎ করনের নতুন খেলা খেলে...এই খেলাতে জিততে হইলে বিরোধী শক্তিরে অনেক ধী শক্তি আর মেধা নিয়া লড়তে হইবো সেইটা নিশ্চিত...লড়াইয়ে স্থিরতা আসবো...লড়াইয়ে ডিমোরালাইজ্ড হওনের অবকাশ থাকবো...কিন্তু লক্ষ্যচ্যূত হওন যাইবো না...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.