আমাদের কথা খুঁজে নিন

   

নিরন্তর চলে যাওয়া ( সঞ্জীবদা, চলে যাওয়া কি এতোটাই সহজ???)

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

এত সহজ যদি হয় আমাদের নিরন্তর চলে যাওয়া আমি তবে সেই চলে যাওয়ার খুঁজে ফেরা দেখি, একটি দুটি করে পাখি আকাশ পানে উড়ে যায় সন্ধ্যা হলে তারা ডানা মেলে চলে নীড়ের পানে কিন্তু তাদেরও একটা ছককষা যাপিত জীবন থাকে সারাদিনের কর্মব্যস্ততা শেষে উড়ে উড়ে যাওয়া। মুদ্রার দুই পীঠের বৈপরীত্যের মতো কেবলই আমাদের নানামুখী আর বৈচিত্র্যময় এই পথচলা, যেখানে সকালের শুরু নেই, কিংবা রাতের নেই শেষ এইখানে সব ঋতুরই মিলে যাওয়া কেবল আর সেই সহজ যাপিত জীবনে জটিলতা দেখি সেইসব প্রহর গুনতে গিয়ে স্মৃতি হাতড়ে বেড়াই। স্মৃতিময় সেই প্রিয়তার রক্ত মাংসের গন্ধ সেই গন্ধ আমাকে নতুনতার ঘ্রান নিতে শেখায় ভাবতে শেখায় অহর্নিশ জ্যামিতিক বাস্তবতায়। জ্যামিতিক ভাবনাগুলো নিয়েই গানিতিক জীবনের এই বেড়ে উঠা সুদুর সেই নক্ষত্রপানে আর আমাদের ভাবনাগুলো একই দ্রুতিতে চলে। পেছন পড়ে থাকে ধুলিবালিসমেত একটি ভুবন যেখানে চলে যাওয়া মানে অনেক কিছুর শুরু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।